![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারী তুমি পত্নি-ভগিনী –বিস্বজনণী,
কালে কালে তুমি মোদের করেছ ঋণী ।
ছিলে অবলা হয়েছ সবলা চিনেছ আপনের,
ভ্রম ভাঙ্গিয়াছ যত ভীরু-কাপুরুষের ।
যে হাতে রেধেছ চুলও বেধেছ করেছ রাষ্ট্র শাসন ,
আপন মহিমায় ভাস্বর হয়ে শান্তি করেছ আনয়ন ।
দুর্গম পথ পাড়ি দিয়ে পর্বতে করেছ আরোহণ,
রাজরানী হয়ে তুমি আগলে রেখেছ রাজকীয় সিংহাসন।
তবু নারীর প্রতি হয়ে থাকে যত শত অবিচার,
তাই নারী হেয়কারী নরাধমের প্রতি জানাই ধিক্কার।
১৩ ই জুন, ২০১৪ রাত ১:০০
মিনুল বলেছেন: অনেক ধন্যবাদ হাসান মাহবুব ভাই।ভালো থাকবেন সবসময়।
২| ১৩ ই জুন, ২০১৪ দুপুর ১:১৮
মামুন রশিদ বলেছেন: ভালো ।
১৩ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৭
মিনুল বলেছেন: ধন্যবাদ, মামুন রশিদ ভাই।ভালো থাকবেন।
৩| ১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪৭
দুঃখ বিলাস বলেছেন: সুন্দর।
২১ শে জুন, ২০১৪ রাত ১১:৪৭
মিনুল বলেছেন: ধন্যবাদ, ভাই দু:খ বিলাস।
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৪ রাত ১১:২৬
হাসান মাহবুব বলেছেন: +