![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আপনি পশ্চিমাদের দ্বারা নির্ধারিত তথাকথিত বাবা দিবসের দিন তারিখের কথা জানি কিন্তু যে সন্তানগুলি বস্তিতে আজ জন্ম নিল,যে সন্তানগুলি অশিক্ষিত বাবা-মার ঘরে জন্ম নিল তাদের বাবা কি সন্তানের শুভেচ্ছা পায় না ? আমি বলি তাদের কাছেই বাবা-মার প্রতি আদি ও অকৃতিম ভালোবাসা বিদ্যমান। তারা বাবা –মা কে সবসময় স্মরণ করে। তারা বাবা-মাকে সামান্য রুটি-রুজির মাধ্যমে খুশি রাখার চেষ্টা করে। শ্রমজীবী রিকশাচালকটিও অসুস্থ বাবা-মার চিকিৎসার টাকা-পয়সা বাসায় না পাঠিয়ে আহারটুকু গ্রহণ করতে চায় না। তারা বাবা-মার জন্য একটি নির্দিষ্ট দিনের জন্য অপেক্ষা করে না। বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রেখে একটি বিশেষ দিনে শুভেচ্ছা কার্ড পাঠানোর কথা ভাবে না। যতদিন বাবা-মা বেঁচে আছে ততদিন তারা বাবা-মাকে ঠিকভাবে দেখাশুনা করার চেষ্টা করে। আমি আপনি যারা বাবা-মার চেষ্টায় দু-কলম লেখাপড়া শিখেছি তাদের মধ্যেই যত গলদ। নিজ নিজ কাজে ব্যস্ত থাকি,এমনকি বাবা-মাকে দেখতে যাওয়ার আমাদের সময় হয় না। আমরা বাবা-মা দিবসে সভা-সেমিনার করি,বড় বড় লেকচার দেই কিন্তু নিজ বাবা-মা কিভাবে আছে ? কেমন আছে ? সে খোঁজ-খবর আমরা রাখি না। আমার মত যাদের বাবা আজ পৃথিবীতে নেই বা যাদের বাবা-মা উভয়ই নেই তাদের বাবা-মার আত্না কিন্তু সবসময় আমাদেরকে দেখছেন,আমাদের জন্য মঙ্গল কামনা করছেন। শুধু একটি দিন নয়,প্রতিটি দিন- ক্ষণ বাবা-মাকে স্মরণ করেই হোক আমাদের পথচলা।
১৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:১০
মিনুল বলেছেন: ধন্যবাদ ভাই সহমত পোষণ করার জন্য।ভালো থাকবেন।
২| ১৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:১৭
সেলিম আনোয়ার বলেছেন: এটা আমাদের দেশের চমৎকার ব্যবস্হাপনা। বাবা-মা সঙ্গে থাকেন অমৃত্যু। আধুনিকতার বৃদ্ধাশ্রম কিছুটা শ্রীহানি ঘটিয়েছে।
সুন্দর লিখেছেন।
১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮
মিনুল বলেছেন: ধন্যবাদ, সেলিম আনোয়ার ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।ভালো থাকবেন।
৩| ১৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:২৩
মামুন রশিদ বলেছেন: কোন একটা দিবস দিয়ে বাবা-মা কে ভালোবাসায় বন্দী করা যায় না । বাবা-মা'র জন্য ভালোবাসা প্রতি দিন, প্রতি ক্ষন । তবু তাদের প্রতি সম্মান রেখে বিশ্বজনীন একটা দিবস না হয় থাকলো ।
১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮
মিনুল বলেছেন: ভাই আমি আপনার সাথে একমত। তবে আমাদের খেয়াল রাখতে হবে যেন বিশেষ দিন শুধু বিশেষই থেকে না যায়।ভালো থাকবেন মামুন রশিদ ভাই।
৪| ১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫
হাসান মাহবুব বলেছেন: হু।
১৫ ই জুন, ২০১৪ রাত ৯:৪৫
মিনুল বলেছেন: ধন্যবাদ, হাসান মাহবুব ভাই।ভালো থাকা হয় যেন।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: শুধু একটি দিন নয়, আমাদের সবারই প্রতিজ্ঞা হ'ক প্রতিটি দিন- ক্ষণ বাবা-মাকে স্মরণ করেই হোক আমাদের পথচলা।