নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিনুল

নিজেকে সম্মান করুন অপরের সম্মান পাবেন।

মিনুল › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ ফরমালিন

১৭ ই জুন, ২০১৪ সকাল ১০:১০

এক রাজ্যে এক সাধারণ প্রজা বাস করত। সে রাজ্যের প্রজারা বেশ সুখে শান্তিতে বসবাস করছিল। রাজ্যের রাজারও বেশ নাম ডাক ছিল। আশে পাশের রাজ্যের রাজা এমনকি দূর-দূরান্তের রাজারাও বেশ সুনাম গাচ্ছিল সে রাজ্যের। মোটকথা রাজ্যে সুখের অন্ত ছিল না।

জনৈক প্রজা তার পরিবার সন্তান-সন্ততি নিয়ে মোটামুটি সুখেই দিনাতিপাত করছিল। প্রজার সুখ আর কিসে প্রতিদিন কাজ জুটত,কাজ করত টাকা পয়সা পেত ,তাই দিয়ে জীবিকা নির্বাহ করত। এতেই তাদের সুখ। জনৈক প্রজা দিনান্তে টাকা পয়সা নিয়ে বাজারে যেত চাল,ডাল,মাছ,তরিতরকারি কিনত। কোন কোন দিন একটু মাংসও কিনত। জনৈক প্রজা একদিন শুনল যে সে দেশের রাজা পাশের রাজ্যের রাজার কাছ থেকে এমন এক প্রকার ঔষধ নিয়ে এসেছে যা মাছ-মাংস,তরিতরকারি এমনকি ফলমূলে দেয়া হলে উক্ত খাদ্যদ্রব্য দশ থেকে পনের দিন এমনকি একমাস পর্যন্ত পচে না অর্থাৎ যেমন আছে তেমনই থেকে যায়। জনৈক প্রজা এ খবর তার স্ত্রীকে বলল। তার স্ত্রী বলল আমাদের যেহেতু ফ্রিজ নাই তাহলে তো ভালোই হলো ধনীদের মত আমরাও সবকিছু অনেক দিন বাড়িতে রেখে খেতে পারবো। তারা ঔষধযুক্ত তরিতরকারি নিয়ে আসলো এবং দেখল যে দশ দিন পার হলো তরিতরকারি যেমন ছিল তেমনি আছে,সিকি ভাগও পচে নাই। তখন থেকে জনৈক প্রজা ঔষধযুক্ত তরিতরকারি,মাছ-মাংস কিনতে লাগলো এবং আগের থেকে একটু বেশি সুখে বসবাস করতে লাগলো। কারণ এখন একদিন বাজারে গেলে দশ দিন না গেলেও চলে। এমন সুবিধা পেয়ে রাজ্যের সবাই রাজার আরো বেশি সুনাম গাইতে লাগলো। কিন্তু এই বাড়তি সুখ বেশিদিন স্থায়ী হলো না। যেহেতু অন্য এক রাজ্যের রাজার কাছ থেকে ঐ ঔষধ নিয়ে আসা হতো ঐ রাজ্যের রাজার সাথে বনিবনা না হওয়ায় সে ঔষধ সরবরাহ বন্ধ করে দিল। ঐদিন কেউ ঔষধযুক্ত খাদ্যদ্রব্য পেল না। জনৈক প্রজা বাজারে গিয়ে দেখল যে ঔষধযুক্ত তরিতরকারি আর পাওয়া যাচ্ছে না তাই জীবন বাঁচার তাগিদে সাধারণ তরিতরকারি সে বাড়িতে নিয়ে আসলো। রান্না বান্না করে খেয়েদেয়ে রাজ্যের সবাই ঘুমিয়ে পড়লো। পরদিন দেখা গেল যে যারা পূর্বেকার মজুদকৃত ঔষধযুক্ত খাবার খেয়েছিল তারাই সুস্থ আর যারা সাধারণ খাবার খেয়েছিল তারা ভীষণ অসুস্থ হয়ে পড়লো। ভাগ্যিস রাজা মজুদকৃত খাবার খেয়েছিল! রাজা মহা চিন্তায় পড়ে গেল। রাজ্যের সব বিজ্ঞানীদের ডাকা হলো। বিজ্ঞানীরা গবেষণা করতে লাগলো কিন্তু কেউই কোন রোগের কারণ আবিষ্কার করতে পারছিল না। অবশেষে এক বিজ্ঞ বিজ্ঞানী চিন্তা করে দেখল যে উক্ত ঔষধের সরবরাহ বন্ধই এ রোগের কারণ হতে পারে। তাই পাশের রাজ্যের রাজার সাথে সমোঝতার মাধ্যমে উক্ত ঔষধ নিয়ে আসা হলো এবং পরীক্ষামূলকভাবে বিশ গ্রাম উক্ত ঔষধ জনৈক প্রজার শরীরে ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হলো। ঔষধ প্রয়োগ মাত্রই জনৈক প্রজা সম্পূর্ন সুস্থ হয়ে গেলো। এভাবে রাজ্যের অসুস্থ সবাইকে সুস্থ করা হলো। রাজা উক্ত ঔষধকে নিয়মিত খাবারের অপরিহার্য অংশ হিসেবে ঘোষণা করলো। রাজ্যের সবাই ঔষধযুক্ত খাবার খেয়ে সুখেই বসবাস করতে লাগলো।

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৪ সকাল ১১:৪৩

ইশতিয়াক এম সিদ্দিকী বলেছেন: হা হা হা...... দারুন লিখেছেন।প্রিয়তে নিলাম

১৭ ই জুন, ২০১৪ সকাল ১১:৫৮

মিনুল বলেছেন: ধন্যবাদ,ইশতিয়াক এম সিদ্দিকী ভাই। ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

২| ১৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৯

সোহানী বলেছেন: কিসের বিনিময়ে রাজা সাহেব ঔষধ আনলেন তার বিষদ বিবরন দেয়ার দরকার ছিল...................... :-B :-B :-B :-B :-B

১৭ ই জুন, ২০১৪ দুপুর ১:৪৭

মিনুল বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।গল্প ছোট করতে গিয়ে এ বিষয়টি বাদ পড়ে গেছে।ভালো থাকবেন।

৩| ১৭ ই জুন, ২০১৪ দুপুর ১:০১

সািহদা বলেছেন: হা হা হা ...... দারুন লিখেছেন।

১৭ ই জুন, ২০১৪ দুপুর ১:৫১

মিনুল বলেছেন: ধন্যবাদ আপনাকে আপু।ভালো থাকবেন সবসময়।

৪| ১৭ ই জুন, ২০১৪ দুপুর ১:২৩

হাসান বিন নজরুল বলেছেন: অতপরঃ কিছুদিনের সুখের পর ঐ রাজ্যের সবাই কান্সারে আক্রান্ত হল এবং ঐ রাজ্যে মড়ক লেগে রাজ্যই বিলুপ্ত হয়ে গেল

১৭ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৪

মিনুল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ,হাসান বিন নজরুল ভাই।আপনার সমাপ্তিটা মন্দ না! !

৫| ১৭ ই জুন, ২০১৪ দুপুর ২:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহা! বেশ ভালো লাগল।

১৭ ই জুন, ২০১৪ বিকাল ৩:১০

মিনুল বলেছেন: ধন্যবাদ ভাই।ভালো লেগেছে শুনে খুশি হলাম।

৬| ১৭ ই জুন, ২০১৪ বিকাল ৩:০১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর লিখা পড়লাম। :)

১৭ ই জুন, ২০১৪ বিকাল ৩:১২

মিনুল বলেছেন: অজস্র ধন্যবাদ নিবেন। ভালো থাকবেন সবসময়।

৭| ১৭ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪১

স্নিগ্ধ শোভন বলেছেন: =p~ =p~ =p~

ফরমালিন মুক্ত অভিজান মানুষের জন্য হিতে বিপরীত হতে পারে। এত দিন ফরমালিন যুক্ত খাদ্য খাইতে খাইতে পাকপ্রণালী নিজেকে ঐভাবে মানিয়ে নিয়েছে।

১৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫৪

মিনুল বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ শোভন ভাই স্যাটায়ারটি সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য। ভালো থাকবেন সবসময়।

৮| ১৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪১

কোবিদ বলেছেন:
এমন ভালো লাগাটা ভালো না লাগলেই বোধ হয় ভালো হতো!!

১৭ ই জুন, ২০১৪ বিকাল ৫:৫৭

মিনুল বলেছেন: ধন্যবাদ নিবেন ভাই। তবে কেমন ভালো লাগলে ভালো হতো।:P

৯| ১৭ ই জুন, ২০১৪ বিকাল ৫:৩২

আমি দিহান বলেছেন: হিহিহি।

ফরমালিন যুক্ত খাবার খেয়ে আমি কবে সুস্থ থাকব বলেন তো?

১৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০২

মিনুল বলেছেন: ধন্যবাদ ভাই। ফরমালিনযুক্ত খাবার খেয়েই তো আমরা সুস্থ আছি তাই নয় কি:P

১০| ১৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

আমি দিহান বলেছেন: হুম, তাইত; ফরমালিন যুক্ত খাবার খেয়েই তো আমরা সুস্থ আছি।
:)

১৭ ই জুন, ২০১৪ রাত ৮:৩২

মিনুল বলেছেন:
:P:P:P:P

১১| ২০ শে জুন, ২০১৪ রাত ৯:৫৬

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহ , যেখানে যেমন ব্যবস্থা । ভাল লাগলো গল্পটি । ভাল থাকবেন মিনুল ভাই ।

২০ শে জুন, ২০১৪ রাত ১০:৩৬

মিনুল বলেছেন: অনেক ধন্যবাদ মাহমুদ ভাই।ভালো থাকবেন।

১২| ২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

হাসান মাহবুব বলেছেন: একসময় হয়তো বা তাই হবে অভিযোজনের মাধ্যমে!

২২ শে জুন, ২০১৪ সকাল ৮:২৪

মিনুল বলেছেন: ঠিক বলেছেন হাসান মাহবুব ভাই।আর আমরা কোন কিছুতে একবার অভ্যস্ত হয়ে গেলে সহজে কি তা ত্যাগ করতে পারি? ?

১৩| ০১ লা জুলাই, ২০১৪ দুপুর ১২:০২

আকিব আরিয়ান বলেছেন: আমাদের ভবিষ্যৎ হয়তো এমনই হবে :-B :-B :-B

০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:৩১

মিনুল বলেছেন: হুম ,আমারও তো তাই মনে হয় ভাই।

১৪| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৯

অপর্ণা মম্ময় বলেছেন: ভেলজালেই তাহলে সুস্থতা বিদ্যমান ! এমন দিন আসছে সামনেই ।

শুভকামনা রইলো

১৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:১৯

মিনুল বলেছেন: !!!...........আপনার জন্যও শুভকামনা রইলো।

১৫| ২১ শে জুলাই, ২০১৪ রাত ২:৪৬

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: সংকলনে যাচ্ছে ...

২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৭

মিনুল বলেছেন: ধন্যবাদ ভাই।কিন্তু কোন সংকলনে যাচ্ছে জানাবেন কি??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.