![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিষ্ঠুর শীত নামে বস্তিতে,
নির্মম আঘাত হানে অস্থিতে।
বিবস্ত্র শিশু সন্তান অন্নাভাবে নিরন্তর কাদে,
মা যে ক্ষুদটুকু ছিল তাই রাঁধে।
রান্না সারা হলে মা সন্তানের দিকে চায় ,
ততক্ষণে বাছাধন অনাহারে ঘুম যায়।
নীরব-নিথর সন্ধ্যা যখন ক্ষুধার্ত শিশুর কান্নায় ভারী হয়ে ওঠে,
হয়তো তখন কারো কারো বাড়ি-ঘর কোরমা পোলউয়ের সুগন্ধে ম ম করে।
কেউবা রাত ভারী হলে গাঁজার গন্ধে জীবনের মানে খোজে,
কোথাওবা পতিতারা বেঁছে থাকার তাগিদে উদ্দাম নৃত্তে মেতে ওঠে।
সাঁ করে সভ্য মানুষ ট্রেনে সভ্যতার উন্নয়নকল্পে দেশ হতে দেশান্তরে ছুটে যায়,
এই হতচ্ছাড়া বস্তিবাসীর দিকে কেবা তাকায় ?
ঠান্ডায় জুবুথুবু বৃদ্ধার প্রাণ যায় যায়,
তখন সমাজের কেউবা উষ্ণ লেপটা গায়ে জড়ায়।
ক্ষুধার্ত শিশুর কান্নায় আবারও সকাল হয় ,
সভ্যতা এগিয়ে যায় আর বস্তি বস্তিই থেকে যায়।
২৭ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪৮
মিনুল বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই আপনার গঠনমূলক মন্ত্যব্যের জন্য।পোস্টটি দ্রুত দিতে গিয়ে এমনটি হয়ে গেছে। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৪ রাত ৯:১০
হাসান মাহবুব বলেছেন: ভুল বানানের মাঝারি মানের কবিতা।