নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিনুল

নিজেকে সম্মান করুন অপরের সম্মান পাবেন।

মিনুল › বিস্তারিত পোস্টঃ

কবিতার কবিতা

১৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৫




আমি কবিতার কবিতা হতে চেয়েছিলাম!
আমি চাই সে তার কোমল হাতের আলতো ছোঁয়ায় আমাকে জানবে।
আমার ভেতর সে প্রবেশ করবে।
আমাকে জানার পথে তার নেই কোন বাঁধা ।
সে আমাকে মার্ক করবে তার নেইল পালিশের প্রিয় রঙে রাঙা নখের আগায়।
আমাকে ছিন্ন ভিন্ন ,ব্যবচ্ছেদ করবে।
আমাকে জানার সবটুকু চেষ্টা করবে সে।
সে যেভাবে ফুচকার প্লেটে রাখা টকের পেয়ালা থেকে টক নিয়ে অনন্তপুরে কোন অজ্ঞাত রমণীর সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুটিকে কোলে ঘুমিয়ে হাতে একমনে গড়া ফুচকার গর্তে ঢালে,নাড়ে,ফুচকার কোণায় টকরস পৌছালে তিন কখনো বা দুই আঙ্গুলে মুখযন্ত্রে পাঠায় , দুপাটি দাঁতের মৃদু চাপেই ভেঙে খান খান করে,পাচক রস তা পাচার করে অন্ননালী দিয়ে, আর জিহ্বা পায় পূর্ণ স্বাদ।
ঠিক সেভাবেই আমাকে জানবে সে, কারণ আমি যে আমাকে জানার অধিকার তাকে দিয়েছি।
আমি চাই সে আমাকে জানুক।
আমার সবটুকু স্বাদ সে নিক।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

পরিবেশ বন্ধু বলেছেন: চমৎকার

১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৩১

মিনুল বলেছেন: ধন্যবাদ ভাই পরিবেশ বন্ধু।

২| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৩

তুষার কাব্য বলেছেন: সহজ সরল অভিলাস...

১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৩

মিনুল বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:০০

এহসান সাবির বলেছেন: সুন্দর।

ভালো লাগল।

১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৫

মিনুল বলেছেন: এহসান সাবির ভাই পাশে থাকার জ্জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

৪| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৬

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার লিখেছেন । :)

১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৯

মিনুল বলেছেন: অজস্র ধন্যবাদ ভাই- কলমের কালি শেষ। ভালো থাকবেন।

৫| ১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৭

অপূর্ণ রায়হান বলেছেন: ৩য় ভালোলাগা ++++

চমৎকার কবিতা ।

ভালো থাকবেন :)

১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫১

মিনুল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই অপূর্ণ রায়হান। ভালো থাকবেন।

৬| ১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২১

সুমন কর বলেছেন: ফুচকা খাওয়াকে কেন্দ্র করে লেখা। :P

বরং ঐ অংশটুকুই বেশ রসালো হয়েছে।

১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৬

মিনুল বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। ফুচকা খাওয়াকে কেন্দ্র করে নয় বরং লেখাটি লিখতে গিয়ে ফুচকার প্রসঙ্গটি এসে গেছে। তবে ফুচকার প্রতি মনে হয় আপনার দুর্বলতা আছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.