![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিনে দেব রঙিন জামদানি,
খোঁপায় দিব ফুল।
আমায় দেখে হাসবে জানি,
কানে দুলবে দু্ল।
তুমি চাইলে ঘুরতে নেব,
সুদূর রুপপুর।
চলতি পথে আদর দেব,
ক্লান্তি হবে দূর।
ইচ্ছে করেই হারিয়ে যাব,
খুঁজে হবে ব্যাকুল।
খানিক বাদেই দেখা দিব,
ভাঙবে মনের ভুল।
আমি হব ব্রক্ষ্মপুত্র,
তুমি যমুনা।
দুইজনেতে গরবো মিত্র,
যেমন মোহনা।।
০১ লা জুন, ২০১৫ রাত ১:৩২
মিনুল বলেছেন: ধন্যবাদ ভাই।ভাল থাকবেন।
২| ০১ লা জুন, ২০১৫ দুপুর ১:৫১
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
০২ রা জুন, ২০১৫ রাত ১:৪০
মিনুল বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই।ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৫ রাত ১১:২৩
অঅস্বাভাবিক এক মানুষ আমি বলেছেন: ভাল লাগা জানবেন।