নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিনুল

নিজেকে সম্মান করুন অপরের সম্মান পাবেন।

মিনুল › বিস্তারিত পোস্টঃ

সেলফি

০৩ রা জুন, ২০১৫ সকাল ৭:৪৯

সেলফি হবে মুখ বাঁকিয়ে,
সেলফি হবে সাঁজে।
সেলফি হবে ভরদুপুরে,
সেলফি হবে লাজে!
সেলফি হবে রিক্সায় উঠে,
সেলফি নসিমনে।
সেলফি হবে গাধার পিঠে,
সেলফি ঘরের কোণে।
সেলফি হবে ডেটিং মাঝে,
সেলফি একলা ক্ষণে।
সেলফি হবে পাবলিক বাসে,
সেলফি হবে বনে।
সেলফি হবে খেলার মাঠে,
সেলফি হবে ছাঁদে ।
সেলফি হবে নদীর ঘাঁটে,
সেলফি উঠে কাঁধে ।
সেলফি হবে চা-পানে,
আর সেলফি কৃষক ক্ষেতে।
সেলফি হবে গানে গানে,
আবাল-বৃদ্ধ মেতে।
সেলফি হবে সকালে-বিকা্লে,
সেলফি হবে রাতে।
সেলফি হবে বারো মাসে,
প্রতি সেকেন্ড ক্লিকে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৫ সকাল ১০:৪৬

প্রামানিক বলেছেন: সেলফি হবে সকাল-বিকা্ল,
সেলফি হবে রাতে
সেলফি হবে বারো মাস
ক্যামেরা থাকলে হাতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.