নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাহাড়ের প্রতিধ্বনী

মমতাজ-কলি

ভাল করে বাঁচতে চাই

মমতাজ-কলি › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন

০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৭

মাঝে মাঝে নিজেকে খুব স্বপ্নিল একজন মানুষ মনে হয়।
অনেক স্বপ্ন দেখি,
যেসব অধিকাংশই জীবন বাস্তবতার উর্ধ্বে-
বাস্তবের মিল যেখানে নেই!
কিন্তু তারপরও স্বপ্ন দেখি,
স্বপ্নগুলো ডানা মেলে উড়ে চলে দূরের আকাশটাতে।
স্বপ্নগুলো এমনই যে,
সেগুলোর বেশীরভাগেরই কোন ভিত্তি নেই,
স্বপ্নের ডালপালা গজিয়ে মাঝে মাঝে
সেটি একটি বিরাট মহিরুহে পরিণত হয়,
স্বপ্নময় বৃক্ষ!

মাঝে মাঝে ইচ্ছে করে,
অনেক দূরে কোথাও চলে যেতে,
যেখানে নাগরিক জীবনের এই কোলাহল নেই,
নেই বাস্তবতার নির্মম কোন কষাঘাত।
জীবনের এই কোলাহলমুখর পরিবেশে
মাঝে মাঝে এত ক্লান্ত লাগে যে,
ইচ্ছে করে অনেক দূরে কোথাও,
নির্জন কোন স্থানে গিয়ে
প্রকৃতির কোলে নিজেকে সমর্পন করি!
নির্জন বন, সাগর, পশুপাখি--
এসব প্রাকৃতি আমাকে প্রায়ই আকর্ষণ করে,
নির্জন বনে যাওয়ার সুযোগ আমার হলেও
পশুপাখির সাথে সখ্যতা হওয়ার সৌভাগ্য কখনো হয়ে ওঠেনি।

আমার ভাবনাগুলো প্রায়ই এমন এলোমেলো হয়ে যায়,
তারপরও প্রচুর ভাবি।
ভাবি যে আমি কোথাও হারিয়ে যাচ্ছি, দূরে, অনেক দূরে।
এই হারিয়ে যাওয়ার ভাবনা থেকে তো-
আমাকে কেউ বাঁধা দিতে পারবেনা;
তাই আমার ভাবনার ডালপালাগুলো
শাখা-প্রশাখা বিস্তার করে চলেছে অবিরত!
রবি ঠাকুরের একটা গান
আজ দু’দিন ধরে মাথায় ঘুরপাক খাচ্ছে,
“কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা,
মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা । ”

আসলেই, আমার কোথাও হারিয়ে যেতে মানা নেই,
তাই তো স্বপ্নরাজ্যে প্রায়ই আমি হারিয়ে যাই......।
আর হারিয়ে যাওয়ার জন্য এখন আমার ভীষণ প্রয়োজন দুটি পাখা।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.