নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি

মনি, ঢাকা

মনি, ঢাকা › বিস্তারিত পোস্টঃ

আজ ভাবি, কেন করতাম এমনটা?

১৮ ই আগস্ট, ২০১১ বিকাল ৩:৩৬

কোনটা বেশি ভাল, মনে মনে এই হিসেব করতে গিয়ে অনেকদিন হাতছাড়া হয়ে গেছে সব কটাই। জানলার ধারের সিট। এখন তো চাকরি করি, করতে হয় বলে, সে কথায় পরে আসি। আগে যেরকম হতো, রোজই বিকেলবেলা উদ্দেশ্যহীনভাবে বেরিয়ে পড়তাম। কোথায় যাব কোনও ঠিক নেই। সেই কারণেই উদ্দেশ্যহীন। কিন্তু সেই ‘ঠিক নেই’ ব্যাপারটাই যে আসল উদ্দেশ্য, সেটা ভেবেও বেশ মজা পেতাম আমি। উত্তরা থেকে মোটামুটি সব জায়গাতেই বাস যায়, হাতের কাছে যেটা পেতাম আগে, উঠে পড়তাম। আর উঠেই শুরু হতো সমস্যাটা। যাব তো এত খানি পথ। ঠিক কোন সিটটায় বসে গেলে সব চাইতে ভাল করে দেখতে পাব বাসের বাইরের দৃশ্য? ।চেষ্টা করো, ঠিকঠাক মিলে গেলে ভাল, নইলে আবার চেষ্টা করো, তারপর আবার …. এই ভাবে। তা, বাসে উঠেও ঠিক সেই ব্যাপারটাই শুরু করতাম আমি। স্ট্যান্ড থেকে ফাঁকা বাস বেছে নিয়ে উঠতাম, তাড়া তো নেই কোনও, তার পর শুরু করতাম বাছাইয়ের খেলা। প্রায় প্রত্যেকটা জানলার ধারে বসে বসে চেখে দেখতাম, বাইরেটা কত বেশি ভাল লাগত, সেইটায় নিশ্চিন্ত হয়ে বসে পড়তাম। কিন্তু সব সময় যে খুব নিভৃতে সারতে পারতাম কাজটা, তা নয়। বাস তো আমার একার নয়, আস্তে আস্তে লোকজন উঠছেন, জানলা থেকে জানলায় আমার এই দৌঁড়ঝাঁপ দেখে আড়চোখে যে তাকাচ্ছেন না, এমন নয়। কিন্তু সব বুঝতে পেরেও আমি থাকতাম নিরুপায়। সব চাইতে ভাল জানলার দখলটা আমাকে নিতেই হবে। এই করতে গিয়ে অবশ্য, গোড়াতেই বলছিলাম যেটা, জানলা পাইনি একেবারে, এমনটাও হয়েছে। অগত্যা নেমে গিয়ে পরের বাস।

আজ ভাবি, কেন করতাম এমনটা? কে জানে, হয় তো সব চাইতে ভাল জানলাটা দিয়ে সব চাইতে বেশি করে উড়িয়ে দিতে পারতাম মনটাকে।

এখন জানলার ধারে পাল্টে পাল্টে গেলেও, রুট একই থাকে। অফিস যাবার। কিন্তু বেশিরভাগ সময়েই কানে গান পেঁচিয়ে চোখ বন্ধ করে থাকি।কেন এতটা পাল্টে গেল সিটগুলো? আজ মনে হয়, আমার ভেতরকার সেরা জানলাটা সেই সব দিনে খোলা ছিল, তার পর থেকে অনেক দিন খোলা হয়নি আর।



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১১ বিকাল ৪:১৫

নীল_আকাশ বলেছেন: এখন জানলার ধারে পাল্টে পাল্টে গেলেও, রুট একই থাকে। অফিস যাবার।

আপনার অতীত আমার সাথে একদম মিলে গেছে> আর আপনাকে কেন যেন চেনা চেনা লাগছে>> কিছু মনে করবেন না>> আপনার গল্প পড়ে নষ্টালজিক হয়ে পরেছিলাম>>>

১৮ ই আগস্ট, ২০১১ বিকাল ৪:৪১

মনি, ঢাকা বলেছেন: মন্তব্য নিস্প্রয়জন। কারন টা আপনি ভালো করেই জানেন। ধন্যবাদ

২| ১৮ ই আগস্ট, ২০১১ বিকাল ৫:০২

আমিই রাকিব বলেছেন: চমৎকার লিখেছেন.....
এ ধরনের আরও লেখার প্রত্যাশায় রইলাম.... শুভকামনা.....

১৮ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:২৭

মনি, ঢাকা বলেছেন: ধন্যবাদ। আপনাদের শুভকামনা আমার পাথেও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.