নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজাকার মুক্ত বাংলাদেশ চাই

মনিহার

মনিহার › বিস্তারিত পোস্টঃ

হিসাব মিলছে না

০১ লা জুলাই, ২০১৪ দুপুর ১:৪৫

রোজা আসলেই সবকিছু যেন গুবলেট হয়ে যায়।



যত না ঈদ বোনাস পাই, তারচেয়েও বেশি খরচের বহর দেখে দৈনিক একবার করে অজ্ঞান হবার অবস্হা আমার।



দিন দিন ভাগ্নে, ভাতিজার সংখ্যা বাড়ছে, শ্বশুরপক্ষের ও নতুন নতুন ছেলেপুলে হচ্ছে, সবাইকে যদি ঈদে টুকিটাকি কিছু দিতে যাই, তবে নিজের ত্রাহি অবস্হা হয়ে যাচ্ছে।



চারপাশে নানা দুস্হ মানুষেরা জাকাতের টাকা চাচ্ছেন, কিছু আত্মীয় আগে থেকেই জাকাত বুকিং দিয়ে রাখেন। অফিসের পিয়নরা ঈদে বখশিশ চায়, তাও আবার শুনিয়ে বলে, অমুক স্যার তো এতো টাকা দিলো!!!



রমজান মাসে গাড়িভাড়া, রিক্সাভাড়াও বেশি, সবাই খালি রোজার দোহাই দেয়।



রোজা শেষে বাড়ী যেতে দালালকে অতিরিক্ত টাকা দিতে হবে টিকেট কিনতে। ফিরতেও একই অবস্হা।



মাঝে মাঝে মনে হয়, আল্লাহ উঠায়া নাও, নইলে সিন্দুক ভরা গুপ্তধনের সন্ধান দাও, এই কেরানী জীবন আর ভালো লাগছে না। এইযুগে পকেটভরা টাকা না থাকলে কেউ তারে দাম দেয় না।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৪ দুপুর ১:৫৭

পে পোঁ কইরেন না, যান। বলেছেন: আহ,বেচারা :||

০১ লা জুলাই, ২০১৪ দুপুর ১:৫৮

মনিহার বলেছেন: :(( :(( :( :(

২| ০১ লা জুলাই, ২০১৪ দুপুর ২:২৮

ঢাকাবাসী বলেছেন: মধ্যবিত্তের এই যন্ত্রনা শেষ হবার নয়, তাইনা?

০১ লা জুলাই, ২০১৪ দুপুর ২:৪১

মনিহার বলেছেন: হুমম, তাই।

৩| ০১ লা জুলাই, ২০১৪ দুপুর ২:৩২

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: কখনই সামর্থের বেশি করতে যাবেননা। বিয়ের পর প্রথম বছরের কথা আলাদা, তারপরে গুস্ঠি শুদ্ধু সবাইকে কিছু দিতেই হবে এমন কোন কথা নেই। কখনই শুধু গিফট্‌ দিয়ে সবাইকে খুশি করতে পারবেননা, আর এভাবে দাম পাওয়ার চিন্তাটাও ভুল ধারার চিন্তা-ভাবনা।

০১ লা জুলাই, ২০১৪ দুপুর ২:৪২

মনিহার বলেছেন: গুষ্ঠী সহ কাউকে দেওয়া হয় না, সাধারণত ছোটদের দেই।

আপনার মতামতের জন্য ধণ্যবাদ

৪| ০১ লা জুলাই, ২০১৪ দুপুর ২:৩৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: :D :D :D :D

০১ লা জুলাই, ২০১৪ দুপুর ২:৪৩

মনিহার বলেছেন: :( :(

৫| ০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৩:১২

জনতার রায় বলেছেন: ছোট বাচ্চারা জামা-কাপড়ের পরিবর্তে কোন খেলনা বা খাবার পেলেই বেশি খুশী হয়। আরও বেশি খুশী হবে ওদের সবাইকে নিয়ে ঈদের ছুটিতে কোথাও বেড়িয়ে এলে। আইডিয়াটা কেমন দিলাম, জানাবেন। এর সমস্যা কি তাও জানাবেন আশা করি।

০১ লা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

মনিহার বলেছেন: ধন্যবাদ আপনার পরামর্শের জন্য, কিন্তু বাচ্চা তো ১টা ২টা না, অনেকগুলো। সবাইকে নিয়ে বেড়াতে গেলে খরচ আরো বেশি হবে।

৬| ০২ রা জুলাই, ২০১৪ ভোর ৫:৫৩

মেহেদী_বিএনসিসি বলেছেন: গ্যাছেন ক্যান এমুন বড় ঘরে বিয়া করতে....... ;) ;)

০২ রা জুলাই, ২০১৪ সকাল ১১:৪৯

মনিহার বলেছেন: :(( :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.