নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুকের ভেতর মন পাখিটা কেমন আছে কমু না, এটাই এখন আমার কাছে ভালবাসার নমুনা।

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

শাহজাহান মুনির

জীবনের নিশ্চিত পতন জেনেও আগুনে হাত দিয়েছি, দেখি আর কত পুড়াতে পারে প্রিয় আগুন আমার।

সকল পোস্টঃ

"অধরা"

২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩

একটি পাখির কিচিরমিচির
নিত্য বাজে মনের কানে,
তাল বুঝি না লয় বুঝি না
ভাসতে বলে প্রেমের বানে!

ফটো ক্রেডিট- Ashiqur Rahman

মন্তব্য৬ টি রেটিং+১

"ভোট হবে!"

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০


ভোট হবে ভাই
ভোট হবে
বসেন বসেন
বইসা যান
তুমুল একখান জোট হবে!

ভোট হবে ভাই
ভোট হবে
হীরক রাজার দেশে নাকি
রং তামাশার ভোট হবে!

ঝুট হবে ভাই
ঝুট হবে
আমজনতা বাঁশের আগায়
দেশটা এবার লুট হবে!

বসেন বসেন
বইসা যান
তুমুল একখান...

মন্তব্য৪ টি রেটিং+০

"প্রত্যাবর্তন-১"

১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৭


মনের ঘরে বোশেখ ডেকে
আরেকটিবার যুদ্ধ হোক,
যুদ্ধে আরেক মানুষ হবো
আর কিছুটা শুদ্ধ হোক।

মন্তব্য২ টি রেটিং+০

"মানুষ-১!"

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৩

পরশ্রীতে কাতর সবে
গরল মনে বাস করা,
পাষাণ আমি পাষাণ তুমি
হয় না প্রেমের চাষ করা!


মন্তব্য১২ টি রেটিং+২

"প্রত্যাবর্তন"

১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৫

ফিরে এসো জাতিরপিতা
আর একটিবার যুদ্ধ হোক,
যুদ্ধে আরেক স্বদেশ হবে
আর কিছু লোক শুদ্ধ হোক।

মন্তব্য১৮ টি রেটিং+৩

সুশীল!

১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৭

এইযে মশাই আছেন কেমন
যাচ্ছে তো কাল খুব করে!
এবার নাহয় ঘোমটা খুলুন
আর কতো কাল চুপ করে?

মন্তব্য১২ টি রেটিং+০

"রঙ"

২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩৮

তুমি তো ফাগুন
রঙেরো আগুন
কি রঙে রাঙালে বলো,
তোমাতে হারায়ে
বিভোর হয়েছি
কি জানি মোর কি হলো।

মন্তব্য২ টি রেটিং+০

"বেসরকারি গাধা"

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৯

কার কড়িতে পড়ালেখা
থাকা খাওয়া দাদা,
বুঝিনারে আমি অধম
বেসরকারি গাধা...

মন্তব্য১০ টি রেটিং+০

"মগেরমুলুক"

০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১১:৩৫

কিসের দাবি ওষ্ঠা খাবি
দেশটা মগের মুলুক না,
বাপের দেয়া স্বাধীনতা
চলছে যেমন চলুক না!



মন্তব্য৪ টি রেটিং+১

গাধা!

২২ শে মে, ২০১৮ রাত ৯:৩৮



কার কড়িতে বাড়ি-গাড়ি
মোবাইল হচ্ছে দাদা?
বুঝিনারে আমি অধম
বেসরকারি গাধা!

মন্তব্য৬ টি রেটিং+০

মেঘের আগুন!

০৯ ই মে, ২০১৮ দুপুর ২:১৬



আকাশ জুড়ে কিসের ফাগুন,
কেন মেঘে লাগছে আগুন,
বন্ধু যে নাই ঘরে ।
মনটা কেমন করে আমার,
বুকটা কেমন করে ।

মন্তব্য৪ টি রেটিং+০

মাতাল!

০৭ ই মে, ২০১৮ দুপুর ১২:৪৬



নষ্ট সময় মাতাল হবো
মাতাল করা বৃষ্টি হোক,
আজ মাতালের মিছিল হবে
যা অনাসৃষ্টি হোক।

মন্তব্য১২ টি রেটিং+০

সন্ন্যাস

০৫ ই মে, ২০১৮ সকাল ১০:২৩



দেখিস একদিন মানুষ
ভুলে যাবে সকল মানুষ
খাঁ খাঁ বিরান হবে মনের জমিন।
আমার এক যুগের তপস্যা
রূপ নিবে ভয়ঙ্কর!

যেদিন বুঝবো হেরেগেছি পুরোটায়
সেদিন তপস্যা ছেড়ে সন্ন্যাসী হবো,
কারণ আমার মতো তপস্যা
করেনি মানুষ!

মন্তব্য৬ টি রেটিং+১

চাষ-বাস

০৪ ঠা মে, ২০১৮ রাত ৮:৩৮



স্বাধীন দেশের শান্ত মানুষ
শিখল পায়ে বাস করা,
পাষাণ আমি পাষাণ তুমি
হয় না প্রেমের চাষ করা।

মন্তব্য১১ টি রেটিং+০

শ্রমকাতর

০১ লা মে, ২০১৮ বিকাল ৪:০৯



গতর খাটায় সভ্য করি
রক্ত বেচি পানির দামে,
রক্তচোষা বেশভূষারা
মূল্য দেয় শুধু নামে।

পৃথিবীর সকল শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।

মন্তব্য১০ টি রেটিং+১

>> ›

full version

©somewhere in net ltd.