নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুকের ভেতর মন পাখিটা কেমন আছে কমু না, এটাই এখন আমার কাছে ভালবাসার নমুনা।

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

শাহজাহান মুনির

জীবনের নিশ্চিত পতন জেনেও আগুনে হাত দিয়েছি, দেখি আর কত পুড়াতে পারে প্রিয় আগুন আমার।

সকল পোস্টঃ

ঋণ

২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৫

ফিরিয়ে কে দিবি আমায়
মধুমাখা এই দিনগুলো,
মাল্য করে নিবো তারে
শোধিতে সব ঋণগুলো।

মন্তব্য১০ টি রেটিং+২

মানুষ!

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৫



কেউ কি আছেন কোন দিকে?
মানুষ!
দুই হাত, দুই পাওয়ালা
মানুষ!
নিদারুণ মানুষহীনতায় ভুগছে ভূ-ভাগ!

মন্তব্য১৫ টি রেটিং+০

স্বাধীনতা

২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৮

স্বাধীনতা মানে
পিতৃবিয়োগ পথ্য বিনে,
স্বাধীনতা মানে
বাড়ন্ত দায় নিত্য ঋণে।

মন্তব্য১২ টি রেটিং+১

আত্মগোপন

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৬

ঝরে যায়নি চোখ বুঝেছি
দেখুন সিনা টান করা,
সময় এলে উঠবো জেগে
অমৃত জল পান করা।

মন্তব্য১২ টি রেটিং+১

"বাবা"

১৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

যে মানুষটি সারাটা জীবন
আমাদের সুখের তরে
নিজের সমস্ত সুখ জলাঞ্জলি দিচ্ছেন
তিনি আর কেউ নন
আমার শ্রদ্ধেয় বাবা।

বাবাকে নিয়ে আমার তেমন
মধুর কোন স্মৃতি মনে নেই।
তখন আমি ক্লাস ফোরে পড়ি
এক শীতে সকাল সকাল ধান...

মন্তব্য২ টি রেটিং+০

\'মিছিল\'

২৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:১৩

আকাশ জুড়ে তারার মেলা
করছে কেবল কানাকানি,
মনে তাদের কি না জানি?
একটা কিছু ঘটবে তবে,
আজ তারাদের মিছিল হবে।

পাখিরা সব করছেনা রব
করছে কেবল কানাকানি,
মনে তাদের কি না জানি?
একটা কিছু ঘটবে তবে,
আজ পাখিদের...

মন্তব্য৬ টি রেটিং+৩

"মানবানল"

১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৮

সেই যে কবে মনের বনে
লাগছে আগুন
জ্বলছে কেবল অহর্নিশি,
দেখছেনা কেউ।
মনের বনে মন পুড়ানি
মানবানল
পুষছি কেবল বাঁচার তরে
দেখছেনা কেউ।

মন্তব্য২ টি রেটিং+১

"তোমা বিনে"

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৫

আমি ভীষণ কষ্টে আছি
একলা এখন তোমা বিনে ।
দুপুর বেলার প্রখর রোদে একলা হাঁটি
মাতাল হয়ে কষ্ট কিনি, নষ্ট হবো,
একটু ছায়ার খুব প্রয়োজন ।

আমি ভীষণ কষ্টে আছি
একলা এখন তোমা বিনে ।
রাত বিরাতে...

মন্তব্য১২ টি রেটিং+০

"নষ্ট সময়"

২০ শে জুলাই, ২০১৬ রাত ৮:১৬

বুকে আমার দারুণ তৃষা
বুঝি না তার মন্ত্রণা,
মন থাকেনা মনের ঘরে
করছে কেবল যন্ত্রণা।

যাচ্ছে যাবে আমার বেলা
একলা বিকেল তুমিহীন,
তোমার রাজ্যে তুমি রাজা
আমি কেবল ভুমিহীন।

নষ্ট সময় মাতাল হবো
মাতাল ভরা বৃষ্টি হোক,
আজ মাতালের মিছিল...

মন্তব্য৪ টি রেটিং+০

"ঋণ-১"

১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪১

লাগছে বৃথা এমন বোশেখ
কাটছেনা কাল তোমা বিনে,
আর বোশেখে মিলবো দু\'জন
থাকবোনা কেউ কোন ঋণে।

- সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

মন্তব্য০ টি রেটিং+০

"ঋণ"

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১২

মুহুর্তটা আরো বেশি প্রাণবন্ত হতে পারতো,
হতে পারতো পুরানো সব মনের ক্ষত
শুখিয়ে তুলার মহৌষধ,
যাকে সঙ্গী করে অনায়াসে
কাটিয়ে দিতাম আরো কিছু মুহুর্ত,
মনকে রাঙ্গিয়ে নিতাম কাঙ্ক্ষিত সকল রঙ্গে,
মুছে দিতাম কাছে...

মন্তব্য০ টি রেটিং+১

"অপেক্ষা "

৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯

জ্যোৎস্না ভরা আকাশ নিয়ে
বসে আছি
আসবে তুমি সঙ্গী হবো।
এক করে আজ চারটি নয়ন
দেখবো আকাশ,
গুনবো তারা।
কোন তারারা তোমায় পেয়ে
হাসছে কেবল
আমার মতো?
আর কোন তারারা
আমার মতো আকুল হয়ে
দেখছে কেবল,
তোমার ডাগর...

মন্তব্য১২ টি রেটিং+২

"পথিক"

২৫ শে জুলাই, ২০১৫ রাত ১১:০১

তোমার পথের পথিক হয়ে
চলছি কেবল অন্তহীন,
এই পথের ধূলো মাখছি গায়ে
কাটছে বেলা যত্নহীন।

মিললে বুকে মাথা গুজে
অনন্তকাল নিবো ওম,
আমার সারা বিষাদ ভুলে
আসবে চোখে সুখের ঘুম।।

মন্তব্য২ টি রেটিং+০

"প্রতিক্ষা"

১০ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৪

কোথায় তুমি কোথায় আমি
সইতে নারি ব্যথার ভার,
মিলতে বারে তোমার প্রাণে
কাটছেনা এই বেলা আর।

মন্তব্য০ টি রেটিং+০

"অপেক্ষা"

২৬ শে মে, ২০১৫ রাত ৯:৫৫

এই পেয়েছি এই হারালাম
এক নিমিষেই
বেলা শেষ,
তোমার ছোঁয়া দিচ্ছে দুলা
কাটছেনা তার
কোন লেশ।

মিলতে বারে তোমার সনে
পথ চেয়ে তাই
কাটছে ক্ষণ,
পথের ধূলোই আছি মিশে
মানছে না এই
ব্যাকুল মন।

মন্তব্য০ টি রেটিং+০

>> ›

full version

©somewhere in net ltd.