![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(১)
একই নেতার মুখে শুনি
নানান রকম গীতি,
বাংলাদেশে এটাই নাকি
ঘরোয়া রাজনীতি।
(২)
একটা ফকির চাল না চেয়ে
চাইছে পানি ভিক্ষা,
উঁকি দিয়ে দেখি ব্যাটা
তুলছে শুধু হিক্কা।
(৩)
জামাই কেমন জানতে চেয়ে
বললো শ্বশুড় হেসে,
“কত টাকা ঘুষ পায় সে
প্রতি মাসের শেষে?”
(৪)
ঘুষ খেও না, ঘুষ দিও না,
দূর্নীতিটা ঠেকাও।
আমরা তো নই দূর্নীতিবাজ
বিশ্বটাকে দেখাও।
মনিরুল হাসান,
ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১১
মনিরুল হাসান বলেছেন: ব্লগে ঢুকলেন কেমন করে? পোস্টতো (বোধহয়) প্রথম পাতায় দেখা যায়নি। সামহোয়ারের সাতদিন শেষ হতে কয় মাস লাগে?
মন্তব্যের জন্যে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:০২
খেয়া ঘাট বলেছেন: