| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মের ক্ষণে মরেছে প্রেম আতুরে
জীবন সঙ্গমে নদী আর সাগরের মোহনায়,
জলরাশি ঐ দূরে উবে যায়
তারপরে আসে ফিরে জোছনায়,
প্রেমময় ছল করে জীবন চলে
কপট ভ্রান্তিময় সত্যের আড়ালে,
প্রেয়সী আমার
নগ্ন দেহে উওপ্ত চুম্বনে,
জন্মের ক্ষণে মরেছে প্রেম আতুরে…
হয়ে উঠেছি পুরুষ আমি;
তুমি, হয়ে উঠনি নারী
প্রেমের জন্মের লগনে
শুভ আর পবিএ আহবানে,
ধূসর তাই এই নগ্ন প্রলয় প্রণয় উপাখ্যান
আমৃত্যু আর আনন্দময় প্রেম যাপনে…
হয়ে উঠেছি পুরুষ আমি
তুমি, হয়ে উঠনি নারী…
©somewhere in net ltd.