![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতন্ত্র আর স্বৈরতন্ত্রের মাঝে তফাৎ কিরূপ?
গণতন্ত্র যদি স্বৈরতন্ত্র সমর্থন করে, তখন গণতন্ত্র কি করা উচিত?
ছবিদুটি উইকিপিডিয়া আর গুগল থেকে নেওয়া।
২| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮
সনেট কবি বলেছেন: আমাদের দেশে এটা বোধগম্য নয়।
০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০
মনিরুজ্জামান বলেছেন: যাহা বোধগম্য সেগুলোর চর্চা কেন এই দেশে হয়? এইসব চর্চা আত্মঘাতী নয়।
৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪
নাহিদ০৯ বলেছেন: স্বৈরতন্ত্র বলে দুনিয়াতে মনে হয় কোন কিছুই নাই। অন্ততঃ বাংলাদেশে তো নাই।
এরশাদ সরকার এর আমলে সবাই যখন তাকে স্বৈরাচার বলে কটাক্ষ করতো তখন সে নিজে সাংবিধানিক ভাবে একটা হ য ব র ল নির্বাচন দিয়ে সাংবিধানিক গনতান্ত্রিক সরকার হয়েছিলো। এমনকি এখনো সে নিজের স্বৈরাচারিত্ব এর জন্য দুঃখিত ও না।
২০০৬ সালে তৎকালীন সরকার নিজের গদি কে বাঁচানোর জন্য একটা হ য ব র ল নির্বাচন এর ফর্মুলা সেটাপ করে সেখানে সংলাপ এর তকমা লাগিয়ে আবারো সাংবিধানিক নামেমাত্র গনতন্ত্র এর পোশাকি রুপ নিতে চেয়েছিলো। এখন প্রায় বেশিরভাগ জনগন ই সেই সরকার এর কথা ভুলে গেছে।
বর্তমানেও বাংলাদেশে স্বৈরাচার বলে কিছু নাই, কোনদিন ছিলো ও না, আর কোনদিন কোন স্বৈরাচারি সরকার আসবেও না। আপনি যেমন টা চান তেমন টা করার ই পথ আছে সংবিধানে, তেমনটা পথ আছে আঈনে। শুধু দরকার আপনার নিজস্ব কিছু জনবল, আইনের উপর প্রভাব এবং খানিকটা নির্লজ্জতা।
০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
মনিরুজ্জামান বলেছেন: আপনার সুদীর্ঘ মতামতের জন্য ধন্যবাদ। বাস্তবে আমরা কি চর্চা করি আর বিশ্বাস করি সেটা আমাদের লিপিবদ্ধ প্রতিশ্রুতির চাইতে অনেক গুরত্বপূর্ণ, তবে এখানে সুবিধা হলো, মানুষের অক্ষর জ্ঞান থাকলেও বোধ নাই।
৪| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
রাজীব নুর বলেছেন: প্রথম পাতায় আপনার একটা পোষ্ট থাকা অবস্থায় আরেকটা পোষ্ট দিবেন না।
৫| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
নাহিদ০৯ বলেছেন: রাজীব নুর ভাই। আমার পোষ্ট প্রথম পাতায় হবে কবে সে ব্যাপারে কিছু বলতে পারবেন কি?
প্রথম পাতায় আসেনা বলে লিখা পোষ্ট করার ব্যাপারে আগ্রহ থাকে না তেমন। আবার ২-১ লাইনের পোষ্ট প্রথম পাতায় দেখেও অবাক হচ্ছি মাঝে মাঝে।
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২১
তারেক_মাহমুদ বলেছেন: আপনিই বলেন?