নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্ষুদ্র মানুষ

চান্নিপসর রাইতে যেন আমার মরন হয়।

রাফায়েত মনন

আমি ক্ষুদ্র মানুষ... আমি খুব সিরিয়াস কিছু লিখিনা, মানে লিখতে পারিনা। যা লিখি তা লেখার পর্‍্যায়েও পড়েনা।

রাফায়েত মনন › বিস্তারিত পোস্টঃ

আবার আসিলাম ফিরে......

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩১

অবাস্তব লাগতাছে অনেকদিন পর ব্লগে আইসা । অনেক কিছুই হয়ে গেছে হয়ত এতদিনে। বেশ কয়েকদিন ছিলাম। বেশ কয়েকদিন মানে প্রায় আট মাস। অনেক লম্বা সময়। লেখালেখি যা খুব ভালো পারি তা না। কিন্তু এই এতদিনে কিছুই লিখিনি। কেমন যান আগ্রহ পেতাম না। এখন মোটামুটি ফেসবুক নিয়াই ব্যস্ত। ফেসবুকে ঢুকলে মনে হয় যেন জেলখানায় ঢুকছি। জেলখানার দেয়ালে আসামীরা যেমন লেখে তেমনি আমিও ওয়ালে লেখি। জেলখানার মানুষের সাথে যেমন গল্প করে তামন আমিও গল্প করি। মাঝে মাঝে অপরিচিত লোকজন খোঁচা দেয়। ফেসবুকের ভাষায় যাকে বলে পোক। কি অবাস্তব একটা দুনিয়া এই ফেসবুক। সে যাহোক। অনেকদিন পর আসতে পারছি তাতেই ভালো লাগতাছে। নতুন অনেক লেখ পড়তে পারতাছি। আশা করি লেখার ইচ্ছা আর কমবেনা। ভালো আছেন তো সবাই?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ওয়েলকাম ব্যাক!!!!


ভালো আছেন তো?

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫২

রাফায়েত মনন বলেছেন: ধন্যবাদ। বেশ ভালই আছি...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.