![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক কথায় আমি হলাম সরল অংকের মতো সহজ-সরল । চিন্তা-ভাবনাগুলা ইটটু অন্যরকমভাবে করার চেষ্টা করি--- কিন্তু দিন শেষে যেই লাউ সেই কদু মানে হলো ফলাফল সেই শূণ্য (০) কিংবা খুব বেশি হলে এক (১) !!!!
তোর জন্য জেগে থাকা
তোর জন্যই ঘুম,
তোর জন্যই চাঁদ কপালে
লক্ষ কোটি চুম।
তোর জন্যই খুব গভীরে
উষ্ণতা পাই সুখের,
তুইতো আছিস এই আমারি
মধ্যিখানে বুকের।
তোর জন্য কেমন করা
অবাক মায়া সব,
চুপটি করে ঘুমটি ভেঙ্গে
করছে কলরব।
তাইতো তোকে বলি
তুই কি হবি কলি!!
যত্ন করে ভুলিয়ে দেব ভুল
ভালোবেসে ফোটাব ঠোটে ফুল।
ফুল কি তখন একটুখানি হেসে
রাখবে মাথা বুকে, ভালোবেসে?
ক্লান্ত শরীর এলিয়ে দিয়ে কোলে
থাকবে কি সে নির্ভরতার খোলে?
©somewhere in net ltd.