![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক কথায় আমি হলাম সরল অংকের মতো সহজ-সরল । চিন্তা-ভাবনাগুলা ইটটু অন্যরকমভাবে করার চেষ্টা করি--- কিন্তু দিন শেষে যেই লাউ সেই কদু মানে হলো ফলাফল সেই শূণ্য (০) কিংবা খুব বেশি হলে এক (১) !!!!
#লেভেল_অফ_পজিটিভনেস
: তোর আমাকে মনে পড়ে? মিস করিস?
- নাহ।
: তুই আমাকে ভাবিসনি আজ??
- নাহ।
: কি বলিস এইগুলা!!! সত্যি করে বল, আমাকে কতবার মনে পড়েছে? তুই আজ কয়বার আমার কথা ভেবেছিস??
- এক...
অনেক অনেকদিন আগে একটা বই পড়েছিলাম, যার তেমন কিছুই আর মনে নেই, শুধু মনে আছে বইটির দুইটি চরিত্র ছিলো "রুদ্র" আর "বর্ষা".....
কারো কি পড়া আছে? বইটার নাম কি মনে আছে??...
তোর জন্য জেগে থাকা
তোর জন্যই ঘুম,
তোর জন্যই চাঁদ কপালে
লক্ষ কোটি চুম।
তোর জন্যই খুব গভীরে
উষ্ণতা পাই সুখের,
তুইতো আছিস এই আমারি
মধ্যিখানে বুকের।
তোর জন্য কেমন করা
অবাক মায়া সব,
চুপটি করে ঘুমটি ভেঙ্গে
করছে কলরব।
তাইতো তোকে...
তুই মানে এলোমেলো
তুই ছাড়া পানসে,
তুই শুধু তুই গুলো
এত করে টানছে।
তুই মানে ভালো লাগা
তুই শুধু শান্তি,
তুই মানে মুছে দেওয়া
সব দ্বিধা ক্লান্তি।
তুই শুধু তুইগুলো চিরদিন
পাশে থাক,
তুমি আর আপনি যাক দূরে
চলে যাক।
০৪/০১/২০১৬
তুই মানে এলোমেলো
তুই ছাড়া পানসে,
তুই শুধু তুই গুলো
এত করে টানছে।
তুই মানে ভালো লাগা
তুই শুধু শান্তি,
তুই মানে মুছে দেওয়া
সব দ্বিধা ক্লান্তি।
তুই শুধু তুইগুলো চিরদিন
পাশে থাক,
তুমি আর আপনি যাক দূরে
চলে যাক।
০৪/০১/২০১৬
::::তুই এবং তুমি::::
----------------------------
তোর জন্য হয়ে যাব
তুমি থেকে 'তুই',
প্রয়োজনে আরো হবো
সুতা আর সুঁই। :-)
ভালবেসে এঁকে দিবি
শুধু আল্পনা,
কষ্টেরা এলোমেলো
করি কল্পনা! ^_^
'তুমি'গুলো হেরে যাক
জয় হোক 'তোর',
'তুমি'বিহীন এই আমার
কেটে যাক ঘোর। -_-
13.12.14
::::::::::::::::
****************** #২_টি_পূর্বাভাসঃ
******************...
****************** #২_টি_পূর্বাভাসঃ
******************...
বুঝলাম না, এই নিয়া দ্বিতীয় বারের মতো #শেখ_হাসিনা আমারে ফোন দিলো!! প্রথমবারে যখন ফোন দিছিলো তখন তো নম্বরটা আননোন ছিলো, রিসিভ করে থতমত খেয়ে গেসিলাম!! পরে নম্বরটা সেভ করে...
রক্তের অণু-পরমাণু তে লেগেছে কাপন, খুব ইচ্ছে করছে কী বোর্ডে ঝড় তুলে উড়িয়ে নিয়ে যাই সব কষ্টগুলো । কিন্তু...................
একটা ল্যাপ্টপ হলে বেশ ভালো হতো । সময় যে বড়...
©somewhere in net ltd.