নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

--------সরল অঙ্ক----------

----হ--য--ব--র--ল---

মনোয়ার মিলন

এক কথায় আমি হলাম সরল অংকের মতো সহজ-সরল । চিন্তা-ভাবনাগুলা ইটটু অন্যরকমভাবে করার চেষ্টা করি--- কিন্তু দিন শেষে যেই লাউ সেই কদু মানে হলো ফলাফল সেই শূণ্য (০) কিংবা খুব বেশি হলে এক (১) !!!!

মনোয়ার মিলন › বিস্তারিত পোস্টঃ

লেভেল অফ পজিটিভননেস :)

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৫

#লেভেল_অফ_পজিটিভনেস


: তোর আমাকে মনে পড়ে? মিস করিস?
- নাহ।
: তুই আমাকে ভাবিসনি আজ??
- নাহ।
: কি বলিস এইগুলা!!! সত্যি করে বল, আমাকে কতবার মনে পড়েছে? তুই আজ কয়বার আমার কথা ভেবেছিস??
- এক বারো নয়।

.
.
.
.
.
.
.

(এ কথা শুনে ছেলেটি হতাশ হয়, কষ্ট পায়, বিষন্ন হয়..... :-( কিন্তু কি অদ্ভুতভাবেই না বিষন্ন হতে হতে শূণ্যে মিলিয়ে যাওয়ার আগ মুহূর্তে হঠাত জ্বলজ্বল করে উঠে চোখ, মুখটা উদ্ভাসিত হয়ে উঠে এক অসাধারণ দ্যুতিতে।)
: সত্যি???
- তো!!! সত্যি না মিথ্যা নাকি!!! হুহ...
: থ্যাঙ্কু,,, লটস অফ থ্যাঙ্কু.... ♪♪♪:) :)
- কিসের জন্য??? (সপ্তম আশ্চর্য টাইপ ইমো হবে এইখানে।)
: এই যে আমাকে এতবার মিস করেছিস, এতবার ভেবেছিস এইজন্য। ♥♥♥
- কে বলছে তোরে??
: ক্যান,, তুই নিজেই তো স্বীকার করলি যে তুই আমাকে মোট #এক_হাজার_একশত_ঊনত্রিশ বার মিস করেছিস, আমার কথা ভেবেছিস।
_ কখন আমি এই কথা বললাম!!!
: ক্যান,, যখন আমি তোকে ফাইনালি জিজ্ঞেস করলাম সত্যি করে বল, আমাকে কতবার মনে পড়েছে? তুই আজ কয়বার আমার কথা ভেবেছিস?? তখনই তো বললি "১১২৯"!!! :-D
.
.
.
অর্কের কথা শুনে অহনা কি বলবে খুজে পায় না!!! 'কিছুই না' থেকেও কিভাবে যে 'কতকিছু' বের করে ফেলে সেটা ভেবে অবাক হয়। পাগলামি দেখে ফিক করে হেসে ফেলে। :) তারপরও চেহারায় এক কঠিনভাব রেখে মনে মনে বলে, "তুমি ভুল। পুরোটাই ভুল। তোমাকে হাজারবার আমি ভাবিনি, হাজারবার মিস ও করিনি। ওগুলো সব হবে মিলিয়ন, বিলিয়ন। ওগুলো সব হবে আমার নিঃশ্বাস। আর যে নিঃশ্বাস নেয়, শুধু সেই জানে নিঃশ্বাসের মর্ম, নিঃশ্বাস কতটুকু। কিন্তু নিঃশ্বাস কখনো জানেনা, জানতেও পারে না..... :-/


#অণুগল্প
২৪/০১/২০১৬

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:২০

ইউর হাইনেস বলেছেন: বাহ বেশ তো। :>

২| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩১

মনোয়ার মিলন বলেছেন: থ্যাঙ্কু ইয়োর হাইনেস..... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.