![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক কথায় আমি হলাম সরল অংকের মতো সহজ-সরল । চিন্তা-ভাবনাগুলা ইটটু অন্যরকমভাবে করার চেষ্টা করি--- কিন্তু দিন শেষে যেই লাউ সেই কদু মানে হলো ফলাফল সেই শূণ্য (০) কিংবা খুব বেশি হলে এক (১) !!!!
#লেভেল_অফ_পজিটিভনেস
: তোর আমাকে মনে পড়ে? মিস করিস?
- নাহ।
: তুই আমাকে ভাবিসনি আজ??
- নাহ।
: কি বলিস এইগুলা!!! সত্যি করে বল, আমাকে কতবার মনে পড়েছে? তুই আজ কয়বার আমার কথা ভেবেছিস??
- এক বারো নয়।
.
.
.
.
.
.
.
(এ কথা শুনে ছেলেটি হতাশ হয়, কষ্ট পায়, বিষন্ন হয়..... :-( কিন্তু কি অদ্ভুতভাবেই না বিষন্ন হতে হতে শূণ্যে মিলিয়ে যাওয়ার আগ মুহূর্তে হঠাত জ্বলজ্বল করে উঠে চোখ, মুখটা উদ্ভাসিত হয়ে উঠে এক অসাধারণ দ্যুতিতে।)
: সত্যি???
- তো!!! সত্যি না মিথ্যা নাকি!!! হুহ...
: থ্যাঙ্কু,,, লটস অফ থ্যাঙ্কু.... ♪♪♪
- কিসের জন্য??? (সপ্তম আশ্চর্য টাইপ ইমো হবে এইখানে।)
: এই যে আমাকে এতবার মিস করেছিস, এতবার ভেবেছিস এইজন্য। ♥♥♥
- কে বলছে তোরে??
: ক্যান,, তুই নিজেই তো স্বীকার করলি যে তুই আমাকে মোট #এক_হাজার_একশত_ঊনত্রিশ বার মিস করেছিস, আমার কথা ভেবেছিস।
_ কখন আমি এই কথা বললাম!!!
: ক্যান,, যখন আমি তোকে ফাইনালি জিজ্ঞেস করলাম সত্যি করে বল, আমাকে কতবার মনে পড়েছে? তুই আজ কয়বার আমার কথা ভেবেছিস?? তখনই তো বললি "১১২৯"!!! :-D
.
.
.
অর্কের কথা শুনে অহনা কি বলবে খুজে পায় না!!! 'কিছুই না' থেকেও কিভাবে যে 'কতকিছু' বের করে ফেলে সেটা ভেবে অবাক হয়। পাগলামি দেখে ফিক করে হেসে ফেলে। তারপরও চেহারায় এক কঠিনভাব রেখে মনে মনে বলে, "তুমি ভুল। পুরোটাই ভুল। তোমাকে হাজারবার আমি ভাবিনি, হাজারবার মিস ও করিনি। ওগুলো সব হবে মিলিয়ন, বিলিয়ন। ওগুলো সব হবে আমার নিঃশ্বাস। আর যে নিঃশ্বাস নেয়, শুধু সেই জানে নিঃশ্বাসের মর্ম, নিঃশ্বাস কতটুকু। কিন্তু নিঃশ্বাস কখনো জানেনা, জানতেও পারে না.....
#অণুগল্প
২৪/০১/২০১৬
২| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩১
মনোয়ার মিলন বলেছেন: থ্যাঙ্কু ইয়োর হাইনেস.....
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:২০
ইউর হাইনেস বলেছেন: বাহ বেশ তো।