নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

পূর্ণিমার আলো আর তারা ভরা আকাশ

১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:৩১


আজ রাতে ছিল পূর্ণিমা
ঝকঝকে রুপোলী আলোতে আলোকিত চারিদিক
একদিকে হলিউড পাহাড়, পাহাড়ের বুকের ঘরবাড়ি
নীচের সমতলে জনপদগুলোর উপর চাঁদের আলো।
অপূর্ব রূপালি রাতের প্রহর।
রাত গভীর হচ্ছিল, বিদ্যুত বাতি নিভে যাচ্ছিল
তখন তারাভরা রাতের আকাশ আর আলোতে
মাটির পৃথিবী আলোর বন্যায় ডুবে ছিল।
খুব অল্প মানুষ জেগে ছিল এই দৃশ্য দেখতে।
কেউ জেগে থাকলেও
চাঁদের এই আলোর বন্যা দেখার ইচ্ছে কি তার ছিল
এই আলো দেখছিল আকাশে ঘাস ফড়িঙয়ের মত উড়ে চলা
হেলিকপ্টারের চালক আর আরোহীরা
এগুলো রাতে আকাশে মাঝে মাঝে টহল দিয়ে যাচ্ছিল।
এই মেঘমুক্ত আকাশ, তারার ঝলমলে আলো
এখানে না এলে দেখা যেত না।
শত বিদ্যুতের আলোর মাঝেও প্রকৃতি এখনও তার মহিমায় মোহনীয়।
ছুটে চলা মানুষের কাছে সেই অনুভুতির দাম কি কমে গেছে।
বেঁচে থাকার সংগ্রামে সবাই দৌড়ে চলছে
তারপর একদিন তাদের দৌড় থেমে যাচ্ছে, যা অবধারিত
এর মাঝে তারা হারিয়ে ফেলছে এই প্রাণময় শান্ত স্নিগ্ধ মুহূর্তগুলো
হে মানুষ, হে দ্রুত ধাবমান মানুষ, একটু দাঁড়াতে পারবে কি
দেখে নাও এই সুন্দর রুপালি রাতের শোভা
শ্বাস নাও বিশুদ্ধ বাতাসে একদিন কিংবা আরও কিছু দিন
এভাবে নিজেকে বাচাও সংগ্রাম ও মমতায়
হেরে যেওনা নিরন্তর তাড়নার কাছে
এই জীবন তোমার, কিছুটা সময় দাও
প্রকৃতি কে ভালবাসার জন্য
মানবিক হওয়ার প্রয়াসে
দেখবে তুমি হেরে যাবে না, দুঃখ পাবেনা
পাবে এক বুক প্রশান্তি, শেষ আসার আগে।।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.