![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
একজন জান্নাত আরা হেনরী যিনি পেশায় ছিলেন শিক্ষিকা। সিরাজগঞ্জের সবুজ কানন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। ২০০৮ সালে সিরাজগঞ্জের সবুজ কানন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা থেকে সরাসরি সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন পেয়ে আলোড়ন সৃষ্টি করলেও তিনি পরাজিত হন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সালে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নিযুক্ত হন জান্নাত আরা হেনরী। তখন ব্যাংকের ঋণ কেলেঙ্কারিসহ নানা ঘটনায় আলোচনায় আসে তাঁর নাম। এর মধ্যে আলোচিত ছিল হল-মার্ক কেলেঙ্কারি।
এর পরের গল্প........
২০০৮ সালে শিক্ষকতা পেশায় মাসে ১০ হাজার টাকা বেতনে বছরে আয় ছিল ১ লাখ ২০ হাজার টাকা। কৃষি থেকে আয় বছরে দুই হাজার টাকা। অর্থাৎ তার বছরে আয় ছিল ১ লাখ ২২ হাজার টাকা। ২০২৪ সালের নির্বাচনী হলফনামায় তিনি সম্পদ দেখান ৬৬ কোটি টাকার। হেঁটে স্কুলে যেতেন এখন তার বর্তমানে রয়েছে ৯টি বিলাসবহুল গাড়ি।
হেনরীর স্বামী শামীম তালুকদার লাবুর ২০০৮ সালে ৭ লাখ টাকার সম্পদ ছিল। আর ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত তার সম্পদের পরিমাণ দাঁড়ায় ৯ কোটি ৫১ লাখ ৫৫ হাজার ৩৭০ টাকা। সিরাজগঞ্জে হেনরী ও তার স্বামীর ১৬টি বাড়ি, ২টি রিসোর্ট, একটি গরুর খামারসহ কয়েক হাজার শতাংশ কৃষি ও অকৃষি জমি রয়েছে। এ ছাড়া ঢাকার মিরপুরে ফ্ল্যাট ও জমি আছে। আছে ১০০ ভরি স্বর্ণালঙ্কার।
এগুলো সবই তাদের প্রদর্শিত আয়। অপর দিকে অপ্রদর্শিত আয় ........
হেনরীর ৩৫টি ব্যাংক অ্যাকাউন্টে ২ হাজার ২ কোটি ৬৬ লাখ ৬৬ হাজার ৫৭৭ টাকার লেনদেন করেছেন সেই সংগে ডলার একাউন্টে লেনদেন করেছেন ১৩ কোটি ৭৮ লাখ ৪৬ মার্কিন ডলারে। হেনরীর স্বামী শামীম তালুকদার লাবুর ১৪টি ব্যাংক হিসাবে ৩০৬ কোটি ৬৭ লাখ ৬৯ হাজার ৮৬০ টাকার লেনদেন হয়েছে। এখানে দেখতে পারেন।
আম্লিগ এক বিষ্ময়কর যন্ত্র রাজাকার ইনপুট দিলে মুক্তিযোদ্ধা বের হয় ফকির ইনপুট দিলে হাজার কোটি টাকার মালিক বের হয়। কু*ত*তা লীগ বলবে এগুলো রাজনৈতিক হয়রানি অথবা সবই ভুয়া।
০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:১৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বড় ক্রিমিনাল।
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:১১
বিষন্ন পথিক বলেছেন: জী, ঠিক বলেছেন, তবে পেয়ারে ফাকিস্তান থেকে আনীত চিপ কপি যন্ত্রে একদিকে গোয়াজম, দেইল্লা রাজাকার ইনপুট দিলে আরেকদিকে শিক্ষাবিদ আর আল্লামা বাইর হয়
০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:১৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার পিত্তি জ্বলে যাওয়ার কারণ জানতে পারি? কোনটা মিথ্যা বলেছি? আপনার পিত্তি জ্বলে যাওয়ায় বুঝতে পারছি আপনি মানুষ না আপনি হলেন খাঁটি বাল (BAL)
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মামলা করুন।
তবে আপনার কোর্টের যে অবস্থা।
০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:১৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: অলরেডি মামলা দায়ের হয়েছে।
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২২
খাঁজা বাবা বলেছেন: উনি এমন কি করেছিলেন যে দলের নমিনেশন পেয়েছিলেন?
নির্বাচনে হেরেও কোন কোন জাদুতে ব্যাংকের পরিচালনা পর্ষদে স্থান পেয়েছিলেন?
তার এই ক্ষমতার উৎস কি?
০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৩১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: হেনরী ২০০৮ সালে বিএনপি প্রার্থীর কাছে হেরে যায় আম্লিগ ক্ষমতা গ্রহন করলে তাকে প্ররস্কৃত করে খুনি হাসিনা। ওখানকার জয়ী প্রার্থীকে দেখাতে চেয়েছে যে জেতে নাই তো কি হয়েছে আমি তাকে জনতা ব্যাংকের চেয়ারম্যার বানায়ে দিলাম, দেখ আমার কত ক্ষমতা!
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৩
বিজন রয় বলেছেন: শেষ দুলাইন দারুন বলেছেন।
তবে হেনরীর মতো শত শত ছিল, আছে আবার নতুন দল আসলে হবে।
০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৪৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কেই কারো চেয়ে কম নয়।
৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:২৪
মাথা পাগলা বলেছেন: লেখক বলেছেনঃ আম্লিগ এক বিষ্ময়কর যন্ত্র রাজাকার ইনপুট দিলে মুক্তিযোদ্ধা বের হয় ফকির ইনপুট দিলে হাজার কোটি টাকার মালিক বের হয়। কু*ত*তা লীগ বলবে এগুলো রাজনৈতিক হয়রানি অথবা সবই ভুয়া।
বিজন রয় বলেছেন: শেষ দুলাইন দারুন বলেছেন।
তবে হেনরীর মতো শত শত ছিল, আছে আবার নতুন দল আসলে হবে।
দারুন বলেছেন এবং ১০০% সহমত!
০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৫১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কথায় আছে না, যে লঙ্কায় যায় সেই হুনুমান হয়।
৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৫৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যুগে যুগে হেনরীরা ছিল আছে এবং থাকবে, এদেরকে পয়দা করে রাজনৈতিক দলগুলো। আম্লিগের সময় সেটা বেশি হয়েছে।
০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:১৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সেটাই এরা যুগে যুগে ছিল আছে এবং থাকবে।
৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১৬
সাইফুলসাইফসাই বলেছেন: সত্যি অবাক লাগে
০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভুমিহীন ইনপুট দিলে কয়েক হাজার বিঘা জমির মালিক হয়ে যায়।
৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২৯
কলিমুদ্দি দফাদার বলেছেন: হেনরী এখন কোথায়? পলাতক না কারাগারে?
০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কিছুদিন আগে ধরা পড়েছে পালিয়ে ছিল সিলেটে।
১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৫
লুধুয়া বলেছেন: পাকি প্রেমী রাজাকার জামাতিরা দুর্নীতির পাশাপাশি সন্ত্রাসবাদী দের জন্ম দেই ।সেটা কে বলবে। ১/১১ তে ত আপনা দের জাত ভাইরা সিরিয়া /সুদান/আফগানিস্থান বানিয়ে দিয়েছিল।
১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:০৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কূল ডাউন দাদাভাই কূল ডাউন এতো রাগলে চলবে? জামাতিদের আম্লিগ দৌড়ের ওপর রেখেছিল তখন ক্যামনে দূর্নীতি করলো সেটা মাথায় ধরলোনা একটু খোলাসা করে বলেন সেই সংগে বাংলাদেশে কোন সন্ত্রসীদের জন্ম দিলো সেটাও বলতে ভুলবেনা?
১১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:০২
ইফতেখার ভূইয়া বলেছেন: জন্ম হওয়ার পর থেকে বিভিন্ন সময় দুই মহিলার শাসনামল দেখেছি। একজন বাপের নাম আরেকজন স্বামীর নাম ব্যবহার করে দেশটাকে শেষ করে দিল।
১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:০৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সত্যি কথা।
১২| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:১৮
ঢাকার লোক বলেছেন: ২০০৮ সালে ছিলেন ইস্কুল শিক্ষিকা, ২০০৯ সালে নির্বাচনে নমিনেশন পেলেন ! কিভাবে হাসিনার নজরে আসলেন তার কোনো ইতিহাস জানা আছে?
১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:০৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: না। আমার সেই পাতিহাস জানা নেই।
১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৩:০৪
শ্রাবণধারা বলেছেন: কুত্তালীগ এরকম কলঙ্কিত জান্নাত আরা হেনরীদের জন্ম দিয়েছিল বলেই তো, রাজাকার-আলবদরের বাচ্চারা আজ ক্ষমতায়।
আপনার কি উচিত নয় এই কুত্তালীগ আর জান্নাত আরা হেনরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা?
১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:২১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কুত্তালীগ এরকম কলঙ্কিত জান্নাত আরা হেনরীদের জন্ম দিয়েছিল বলেই তো, রাজাকার-আলবদরের বাচ্চারা আজ ক্ষমতায়। আপনার এই অংশের সংগে আমি সহমত পোষন করছিনা কারণ আপনাদের চশমায় আম্লিগ ছাড়া সবাই রাজাকার আলবদর
আপনার কি উচিত নয় এই কুত্তালীগ আর জান্নাত আরা হেনরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা? এই অংশের উত্তরে বলবো---আমার কৃতজ্ঞ হওয়ার কিছু নেই কৃতজ্ঞ হবে তারাই যারা হা করে আছে পরবর্তীতে জনগনের সম্পদ লুট করে খাওয়ার জন্য। আমার স্বস্তি হলো দূর্শাসন থকে মুক্তি।
আমি কাজ করি উপার্জন করি ডাল ভাত খেয়ে সুন্দর ভাবে দিনাতিপাত করি। আমি আজ পর্যন্ত কোন রাজনৈতিক দলের সদস্য হয়নি, কারো মিছিল মিটিংয়ে কোনদিন যায়নি, কোন রাজনৈতিক দল থেকে কোন দিন কোন সুবিধা নেইনি নেওয়া কোন ইচ্ছাও নেই, আমি চাই সাম্যের সুন্দর একটি বাংলাদেশ যেখানে থাকবেনা কোন হানাহানি, কাটাকাটি,মারামারি না থাকবে কোন হয়রানি। আমার শুধু এটাই চাওয়া।
আমার পোস্ট ফেসিস্টদের বিরুদ্ধে যাওয়ায় অনেকেই আমাকে পাকি প্রেমি বলে, আপনিও বলেন এতে অবশ্য আমার যায় আসেনা।
ধন্যবাদ ভালো থাকবেন অবিরত।
১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:১৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নেপাল ও বাংলােদেশে যেভাবে সরকার পরিবর্তন হয়েছে সেটা সঠিক পদ্ধতি নয়।
ফ্রান্সে যে ভাবে সরকারের পরিবর্তন হয়েছে সেটাই সঠিক পদ্ধতি।
জ্বালাও পোড়াও কোন সঠিক পদ্ধতি হতে পারে না।
১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:২৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দক্ষিণ এশিয়ার কোন দেশে কি আজ পর্যন্ত দেখেছেন সুষ্ঠুভাবে সরকার পরিবর্তন? ক্ষমতায় গেলে কেউ ক্ষমতা ছাড়তে চায়না।
১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:২৯
রাজীব নুর বলেছেন: বিএনপির আমলে কে কত টাকা লোপাট করেছে তার হিসাব বা তালিকা আছে আপনার কাছে???
১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৫১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সেই তালিকা আমি আপনার কাছে চাচ্ছি দেবেন আশা করি।
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৫৯
সৈয়দ কুতুব বলেছেন: ক্রিমিনাল হেনরি।