![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক কথায় আমি হলাম সরল অংকের মতো সহজ-সরল । চিন্তা-ভাবনাগুলা ইটটু অন্যরকমভাবে করার চেষ্টা করি--- কিন্তু দিন শেষে যেই লাউ সেই কদু মানে হলো ফলাফল সেই শূণ্য (০) কিংবা খুব বেশি হলে এক (১) !!!!
তুই মানে এলোমেলো
তুই ছাড়া পানসে,
তুই শুধু তুই গুলো
এত করে টানছে।
তুই মানে ভালো লাগা
তুই শুধু শান্তি,
তুই মানে মুছে দেওয়া
সব দ্বিধা ক্লান্তি।
তুই শুধু তুইগুলো চিরদিন
পাশে থাক,
তুমি আর আপনি যাক দূরে
চলে যাক।
০৪/০১/২০১৬
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৫
মনোয়ার মিলন বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১০
হোয়াইট টাইগার বলেছেন: শেষ লাইনের কি ছন্দপতন হয়েছে ।যাক ভাল লাগলো
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৩
মনোয়ার মিলন বলেছেন: তুই শুধু তুই'গুলো চিরদিন
পাশে থাক,
তুমি আর আপনি'রা যাক
দূরে চলে যাক।
এরকমটা হলে মনে হয় ছন্দপতন কম হতো, তাই কি? একটা মাত্র বর্ণ অনেক বড় হয়ে উঠে অনেক সময়।
ধন্যবাদ ভাই মূল্যবান পরামর্শের জন্য।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩২
শায়মা বলেছেন: বাহ ভাইয়া!!!
এক্সসেলেন্ট!!!!!!!
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৬
মনোয়ার মিলন বলেছেন: থ্যাঙ্কু আপুনি.... (ইয়ে, মমানে, এএখানে, লজ্জাবতী লতার ইমো হপে একখান)
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৯
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: GOOD VERY GOOD
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৭
মনোয়ার মিলন বলেছেন: ধন্যবাদ ডাঃ সাব....
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৫
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল ।