![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশটারে আফগানিস্থান, পাকিস্তান বানানোর জন্য লোক আমার-আপনার পাশেই রেডি আছে নাঙ্গা তলোয়ার হাতে। এবারের শাহবাগ জাগরণের পর আমাদের পাড়া, অনেক প্রতিবেশী, বন্ধু স্বজনদের আসল চেহারা, লুকিয়ে থাকা মধ্যযুগীয় চিন্তা, ধ্যান ধারণার প্রকাশ ঘটেছে। এবারের জাগরণে লাভের লাভ যা হয়েছে তার মধ্যে অন্যতম হলো মানুষ চেনা। শাহবাগতো অবশ্যই; এবার আমাদের ব্রিগেড গড়তে হবে পাড়ায় পাড়ায়। পুরো জাতির মনোজগতে একটি সাংস্কৃতিক পরিবর্তন সাধন না করতে পারলে ধ্যর্ম ব্যবসায়ীদের দলে ভীড়ে যাবে আমাদের সরল সাধারণ ধর্মপ্রাণ স্বজনেরা। কারণ এদের সরল ধর্মানুভূতি নিয়েই চলছে ভোটের খেলা। এটা ধর্ম রক্ষার লড়াই নয়, ক্ষমতা রক্ষা বা ক্ষমতা জেতার লড়াই। আর আমরা যারা ৭১ এর চেতনায় অসাম্প্রদায়িক শোষণমুক্ত বাংলাদেশ গড়ার জন্য দ্বিতীয় মুক্তিযুদ্ধে অবতীর্ন হয়েছি তখনও প্রথম মুক্তিযদ্ধের মতো ধর্ম ব্যবসায়ীরা একে আঘাত করতে ধর্মকে সামনে নিয়ে আসছে। স্বাধীনতা পাওয়ার পর আমাদের লড়াইটা যতটা না রাজনৈতিক হওয়ার দরকার ছিল তার চেয়ে বেশি দরকার ছিল সাংস্কৃতিক লড়াই। সে লড়াই কিছুটা বাকি রয়ে গিয়েছিল। এবার তা সম্পন্ন করতে হবে আমাদের। জয় বাংলা
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৯
মনোজ মুকুট বলেছেন: মেঘ বালকের কথা, এটাকেই বলে ‘জীবন থেকে জীবন চেনা’
২| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৭
াহো বলেছেন: +
৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৮
অারমান বলেছেন: আরেকবার প্রমান হলো এই দেশ কোন রাজনৈতিক দলের নয় এই দেশ মুসলমানের দেশ। যারা এক আল্লাহ- এবং রাসুলের অনুসারী। যদিও যোগদান করতে পারলাম না, অন্তরে আল্লাহর প্রেম নিয়ে দোয়া করি আল্লাহ আমার দেশকে হেফাজত করুন, সকল অশুভ শক্তি থেকে। এবং বাংলার মাটিতে আমাদের রাসুল কে যারা অবমাননা করেছে তাদের বিচার হউক
৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪০
সাধারণ মুসলমান বলেছেন: প্রগতিশীলরাই শান্তি আনতে পারে। যেমন শামিম ওসমান, আবুল, এন্টি বিশ্বজিত জেহাদীরা, আওয়ামী লীগের সকল চোরেরা (গুটিকয় বাদে), ঘুষখোর সাংবাদিকেরা, পুলিশেরা......। হায়রে জুজুবুড়ির ভয়।
৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৯
আশফাক সুমন বলেছেন: পুরো জাতির মনোজগতে একটি সাংস্কৃতিক পরিবর্তন সাধন না করতে পারলে ধ্যর্ম ব্যবসায়ীদের দলে ভীড়ে যাবে আমাদের সরল সাধারণ ধর্মপ্রাণ স্বজনেরা।---
৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫০
দখিনা বাতাস বলেছেন: ঠিক। শাহবাগের ঘটনার পর চিনছি কিচু মানুষ। তখণো পুরা চেনা যায় নাই, কিছু লোক মুখে মুখে বলতো, আমিও বিচার চাই, তবে........... এই লোক গুলা আজকে সকালে তাদের আসল মুখোশ খুলে বের হয়ে গেছিল। সবচে অবাক করা ঘটনা, এরা ছিল আমার সাথেই এতদিন। অবশ্য বিকালে আবার এরা মুখোশের আড়ালে চলে ঘেছে আবার। হয়ত তারা মনে করছিল, মতিঝিল থেকে বুজি বিচার বন্দ করার ডাকও আসবে বা সরকার পতনের ডাক। আর কিছু না হোক, লাগাতার হরতাল বা বিরাট বড় ভাংচুর। কিন্তু তেমন কিছু না হওয়াতে তারা হতাশ হয়ে আবার মুখোশের আড়ালে বিকালের মাঝেই।
কাজের কাজ যেইটা হইছে, মানুষ গুলারে চিনছি।
৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৬
দায়িত্ববান নাগরিক বলেছেন: ধর্মটা ওদের শেষ অস্ত্র। এটাও প্রয়োগ করে ফেলেছে। আশা করি সব হারিয়ে ওরা নি:স্ব হয়ে যাবে।
০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪০
মনোজ মুকুট বলেছেন: দারুণ বলেছেন দায়িত্ববান নাগরিক। এক্কবারে দায়িত্বশীল কথা ....সুপার লাইক....
৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৫
খারাপ লোক বলেছেন: ফেবুতে ফ্রেন্ডলিস্ট ভরে গিয়েছিল, শাহাবাগিদের জন্য লিস্ট ক্লিয়ার করতে পারলাম!
৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪২
বাক স্বাধীনতা বলেছেন: মধ্যযুগ ছিল ইসলামের স্বর্ণযুগ আর খৃষ্টান ইহুদীদের অন্ধকার যুগ।
১০| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৬
দায়িত্ববান নাগরিক বলেছেন: ধর্মটা ওদের শেষ অস্ত্র। এটাও প্রয়োগ করে ফেলেছে। আশা করি সব হারিয়ে ওরা নি:স্ব হয়ে যাবে।
পুরোপুরি সহমত।
১১| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৯
জাতির চাচা বলেছেন: দানার কথা ঠিক।শেষ অস্ত্রের পর আর কিছু থাকে কী? শাহবাগীদের শেষ অস্ত্র ছিলো মুক্তিযুদ্ধের চেতনা.।।।কাজ হয় নাই ।
১২| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৫
কোকিলতালীয় বলেছেন: বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর নাম পালটে বালক ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার দিন চলে এসেছে । ভিসি হবেন কওমি পাস , সব গুলো কোর্সে মাইনর হিসাবে ১০ ক্রেডিট এর ইসলাম শিক্ষা ল্যাব হবে যেখানে অযু গোসলের ফরয আর মাসনুন দোয়া শেখানো হবে ।
পাকিস্থানিরা দেশ ছাড়ার আগে নিজেদের যে বীজ দেশের মাটিতে বপন করে রেখে গিয়েছিল তা তখনি না উপরানোর কারনে আজ এতো শক্ত অবস্থানে চলে এসেছে । দেশের সাধারন মানুষের চোখ তো এখন ধর্মের পর্দায় ঢাকা , চোখ খুললেই দেখবে দেশ টা কখন যেন নয়া পাকিস্থান হয়ে গেছে ।
১৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
রওশন জমির বলেছেন: স্বাধীনতা পাওয়ার পর আমাদের লড়াইটা যতটা না রাজনৈতিক হওয়ার দরকার ছিল তার চেয়ে বেশি দরকার ছিল সাংস্কৃতিক লড়াই।
সহমত
১৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১০
পথিক নোমান বলেছেন: দেশটা সকল ধর্মের হওয়া ছিল। ভালো বলেছেন ভাই।
১৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৭
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: হুম
১৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৪
ওছামা বলেছেন: আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করোনা, আমাদের ধর্মবিশ্বাস বেচে দিওনা। আমাদের শ্বাস নিতে দাও।আমরা সাধারন মানুষ আজ ক্লান্ত, বিধ্বস্ত, বিভ্রান্ত।
১৭| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৭
রূপসা ০০৭ বলেছেন: আমাদের প্রতিবেশীদের অনেকেই দেখি পাকিস্তানিদের জন্য তাদের কলিজা জারেজার। পাকি কথা শুনলেই তারা পুলকিত হয়। অবশ্য তারা তাদের পুত্র সন্তানদের কওমি মাদ্রাসায় পড়ায়। কন্ন্যা সন্তানদেরকে ১২-১৪ বছরের মধ্যে বিবাহ দেয়। নির্বাচনের সময় বেহেস্তের টিকিট বিক্রি করে।
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৫
মেঘ বালকের কথা বলেছেন: আপনার সাথে সহমত। মুখে প্রগতির কথা বললেও এরা আসলে মৌলোবাদি