![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেলিম জাহাঙ্গীর যে দ্যাশে নাই জীন মরণরে আমার মন ছুটেছে সেই দ্যাশে গুরু লওনা আমায় তোমার সে দ্যাশে
যে শিশু আজ জন্মালো, তার বেড়ে উঠায়
আমার আপত্তি;
তাই বলি, শিশুরা তোমরা বেড়ে উঠো না
এই বেশ ভালো আছো।
অন্ন বস্ত্র চিন্তা তোমাদের ভাবাই না
তাড়া করে না ক্ষুধার যন্ত্রণা।
পরিবেশ প্রতিকূলতা তোমাদের দৃষ্টিগোচর হয় না;
তাই বলি, শিশুরা তোমরা বেড়ে উঠো না
এই বেশ ভালো আছো।
যেখানে তোমাদের মুক্ত চিন্তায় বেড়ে উঠার সুযোগ নেই
শিশু অধিকার সনদের একটিও ধারা বাস্তবায়নের উদ্যোগ নেই
শিশু শ্রমিকদের আজও প্রতিকার নেই
এই বেশ ভালো আছো;
তাই বলি, শিশুরা তোমরা বেড়ে উঠো না,
বেড়ে উঠলে দেখবে হতাশার হাতছানি
বিনোদনের অপমৃত্যু;
ফুটপাতে রাস্তা-ঘাটে অযত্নে অবহেলায়
আজও ঘুরে বেড়াচ্ছে হাজারো শিশু;
এগুলো চোখে দেখার চেয়ে এই বেশ ভালো আছো
তাই বলি, শিশুরা তোমরা বেড়ে উঠো না।
মাদকাসক্তের অগ্রাসন, প্রকাশ্যে অস্ত্রবাজি,
ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির নীলা ভূমি;
এই সব কিছু তোমাদের ভাবাই না
এই বেশ ভালো আছো;
তাই বলি,শিশুরা তোমরা বেড়ে উঠো না।
কথা ছিল স্বাধীনতা এলে
সবুজে সবুজে ভরে যাবে মাঠ,
আকাশে বলাকার ঝাঁক,
সারা বাঙলার মানুষ আনন্দে
গাইবে, নাচবে আপন ব্রতে;
আকাশে বলাকার বদলে
সাদা ঈগল,
জমিনে রাজাকারের দাপট
এই সব কিছু দেখার চেয়ে
এই বেশ ভালো আছো;
তাই বলি, শিশুরা তোমরা বেড়ে উঠো না।
নেতাদের চাটুকারী বক্তব্য- হ্যান করেঙ্গা- ত্যান করেঙ্গা
জ্বালো জ্বালো আগুন জ্বালো,
সব কিছু থেকে তোমরা সরে আছো বেশ আছে,
তাই বলি, এই বেশ ভালো আছো
শিশুরা তোমরা বেড়ে উঠো না ।
#
©somewhere in net ltd.