![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেলিম জাহাঙ্গীর যে দ্যাশে নাই জীন মরণরে আমার মন ছুটেছে সেই দ্যাশে গুরু লওনা আমায় তোমার সে দ্যাশে
আউলা বাতাস বাউলা মনে
সুর তুলেছে আজ
অন্তরেতে প্রেম ভালোবাসা
পরেছে বাউলা সাজ।
আমায় কেউ ভালোবাসলে
পাবেনা আপন ব্রতে,
চেহারা দেখে বাসলে ভালো
নিয়ে যাবে দু:খের স্রোতে।
আমার মনে আমার প্রাণে
যখন যা ইচ্ছা গুনি,
কখনো হীন্দু কখনো মুসলিম
কখনো খ্রীষ্টিয়ান বনি।
কখনো মানুষ আমাতে এসে
মিশে হয় একাকার,
আমার হৃদয়ে কান পেতে শোন
মানুষের হাহাকার।
মানুষের গন্ধ নিয়ে যায় দূরে
গাঁ থেকে গ্রামান্তর,
কোথাও আমি দেখিনারে আজ
মানুষের সহদর।
একতারা হাতে গেরুয়া পড়ে
দেখি বাউলের সাজ,
মোল্লা, ঋষি পুরোহিত ঠাকুর
ফাদার সেজেছে আজ।
আউলা মনের বাউলা টানে
কাদা মাটি নিয়ে খেলি,
কেউ বলে উদাস পাগলা সেলিম
জীবনে তুইকি পেলি?
চর্মো চক্ষে এই পাওয়া কভু
দেখা যায়না বলি মনা,
সরল পথে চললেরে পাবি
হৃদয় নামের সোনা।
হৃদয় থাকলে মানুষ হয়
সরল অংকটা ভুল,
মানুষের লাগি মানুষের জন্ম
মানুষ‘ই ধর্মের মূল।
#
৩১ শে মে, ২০১৪ রাত ১২:৪০
সেলিম জাহাঙ্গীর বলেছেন: পরিবেশ বন্ধু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৪ রাত ১২:২৮
পরিবেশ বন্ধু বলেছেন: হৃদয় থাকলে মানুষ হয়
সরল অংকটা ভুল,
মানুষের লাগি মানুষের জন্ম
মানুষ‘ই ধর্মের মূল।
অপূর্ব লেখা , ভাললাগা +