![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেলিম জাহাঙ্গীর যে দ্যাশে নাই জীন মরণরে আমার মন ছুটেছে সেই দ্যাশে গুরু লওনা আমায় তোমার সে দ্যাশে
শিশু রাজন কেঁদে কেঁদে
বাঁচার যে আকুতি জানিয়েছিলো
সেই আকুতি যেন আমার হৃদয়ে
শীষ দিয়ে বলেঃ
আজ দেশের মানবতা নির্বাসনে গেছে,
এই পশুর দল ভিডিও দেখ?
বাইসকোপে তামাশা দেখ?
যাদের বিবেগ আজ ভোতা,
জংধরা-মরচেপড়া
ধিক জানায় তাদের;
আমার আত্মার চিৎকার,
আমার কান্নার রোল
বোবাকান্নায় নিভৃতে
আকাশ-বাতাসে মাতম করে।
আমার আশাহত আর্জি
পারেনী তোমাদের পাষান মনকে
নাড়া দিতে;
কতটা কংক্রীটের মত
তোমাদের হৃদয়
প্রকৃতি নির্বাক চিত্তে তা দেখেছে!
কোন পশুর কাছে ফরিয়াদ করলে
সেও আমায় চিনতো, বুঝতো,
আমার তৃষ্ণাত্ব বুকের জ্বালা মিটাতো।
কোন ঈশ্বরপ্রেমী মানুষ
অমানুষ হতে পারেনা;
তোমাদের মাগফেরাতের মাসে,
পবিত্র রহমতের মাসে
আমার জন্য এতটুকু দয়া-রহম হয়নি।
আমি চলেগেলাম ঠিকি
কিন্তু যাচ্ছি না
তোমাদের বিবেকের কাছে
আর্জি ছুড়ে দিলাম,
ঘৃনার ঝুলি পরিধান করালাম
মানুষ্য জাতিকে;
তোমরা কতটা নরপশু তা
মৃত্যুর আগে দেখে গেলাম।
আমার আবেদন, আমার কষ্ট
দুঃক্ষ নামের ঘুড়ি হয়ে
আকাশে উড়ছে দেখ পতপত করে।
আজ অবেলায় ভরাক্রান্ত মনে
অমলিন স্মৃতিকে ধরে রাখতেই
এই মানব জাতীকে
অভিসম্পাত করলাম,
আমার আত্বকহন-আত্মার নিয়োতি
মানুষের চামড়ায় মোড়ানো
প্রতিবাদ হয়ে
ক্যানভাসে ছবি একে যাবে অনন্তকাল-
হায়েনাদের বিরুদ্ধে,
জালেমের বিরুদ্ধে,
জানোয়ারদের বিরুদ্ধে।
এই দেশ কখনো কোন দিন
অন্যায়ের কাছে মাথানত করেনী
আমিও তায় জানোয়াদের কাছে
মাথা নত নাকরে বীরের মত
নাফেরার দেশে চলে গেলাম;
আমার জন্য যদি কারো চোখে অশ্রু আসে
তবে শক্ত হাতে প্রতিরোধ গড়
এই কুলাঙ্গার পশুদের বিরুদ্ধে।
#
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +