নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখবো বলে আমি দুচোখ পেতেছি

এক অসাম্প্রদায়িক উজ্জল বাংলাদেশের স্বপ্ন দেখি

মনপবন

"ব্লগ'' শব্দটি শুরু থেকে ই আমার কাছে আকর্ষয়নীয়.কারণ লেখালেখি আমার বিশেষ পছন্দের একটি কাজ..

মনপবন › বিস্তারিত পোস্টঃ

শ্রেষ্ঠ নস্টালজিক বাংলা গান

১৪ ই মে, ২০১০ রাত ১০:৩৫

এখন বৃস্টি হচ্ছে বাইরে।এই বৃস্টিতে বাংলা পুরোনো গান শুনতে খুব ভাল লাগে।এবং সেগুলো হয় যদি নস্টালজিক তাহলে তো কথাই নেই!!আমার প্রিয় দশটি নস্টালজিক বাংলা গানের লিস্ট দিলাম,ভাল লাগলে বা নালাগলেও আওয়াজ দিয়েন।পারলে সাজেশন দিয়েন।সংগ্রহ করে শুনবো।আসুন কিছুখন গান শুনি আর মনের সুখে ব্লগাই.....



১।কফিহাউজ-মান্না দে।

২।খুব জানতে ইচ্ছে করে তুমি কি সেই আগের মত আছো-মান্না দে

৩।কত দিন দেখিনি তোমায়-মান্না দে

৪।যদি হিমালয় আল্পসের- হেমন্ত মূখর্জি

৫।আজ আবার সেই পথে-ইন্দ্রানী সেন

৬।আমার সারাটি দিন মেঘলা আকাশ বৃস্টি তোমাকে দিলাম-শ্রীকান্ত আচার্য

৭।কেন দূরে থাক শুধু আড়াল রাখো-শ্রীকান্ত আচার্য

৮।কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে-সামিনা চৌধুরী

৯।শ্রাবনের মেঘগুলি জড়ো হল আকাশে-টিপু(নিশ্চিত না,সঠিক জানলে কেউ বলে দেন)

১০।সেই তুমি কেন এত অচেনা হলে-আউব বাচ্চু।

মন্তব্য ১০ টি রেটিং +২/-১

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১০ রাত ১০:৪০

শায়মা বলেছেন: ৪ আর ৭ নং গানের প্রকৃত গায়কের নামগুলো ঠিক হয়নি ।
গান গুলো অনেক প্রিয়।

১৪ ই মে, ২০১০ রাত ১০:৪৪

মনপবন বলেছেন: thanks,bole den pls.

২| ১৪ ই মে, ২০১০ রাত ১০:৪৩

কিবর বলেছেন: গানগুলোর লিংক আছে কি?

১৪ ই মে, ২০১০ রাত ১০:৪৪

মনপবন বলেছেন: thnks for the comment.sorry nai.

৩| ১৪ ই মে, ২০১০ রাত ১০:৪৬

হাফিজুর রহমান মাসুম বলেছেন: গানগুলো ভালো। তবে শ্রেষ্ঠ নস্টালজিক বাংলা গানের তালিকার শীর্ষে মান্না দে'র কফি হাউজ ছাড়া বাকিগুলো মানায় না। আরেকটু সচেতনভাবে আবেগ কমিয়ে বাঁচতে পারতেন! আর গায়কের নাম ভুল করার কোন মানে হয়? এতই যদি গানগুলো প্রিয় গায়কের নাম কিভাবে ভুল হয়? মাইনাস দিতে হলো বলে দুঃখিত।

১৪ ই মে, ২০১০ রাত ১০:৫৭

মনপবন বলেছেন: Ami Ekhne jene shune vul korini.r jani vul hotei pari.vulta dhoriye dile khushi hotam.bektigoto priyo gan sobar sathe share korlam.prothom sharir na holeo ganguli obosshoi 100 sera ganer majhe ase.

৪| ১৪ ই মে, ২০১০ রাত ১০:৪৯

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:

৪ নং এর গায়ক মান্না দে।

আর ৭ নং এর মূল গায়ক হেমন্ত মুখোপাধ্যায়। পরে শ্রীকান্ত আচার্য্য গেয়েছেন।

খুব সম্ভবতঃ ৫ এরও মূল গায়ক মান্না দে।

১৪ ই মে, ২০১০ রাত ১০:৫৮

মনপবন বলেছেন: thanks...

৫| ১৪ ই মে, ২০১০ রাত ১০:৪৯

রং চা বলেছেন: এই বৃস্টি ভেজা রাতে- লিংকন
শুনুন এখানে

১৪ ই মে, ২০১০ রাত ১০:৫৯

মনপবন বলেছেন: thanks...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.