![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এদেশটা কার ? এদেশটা কি মুষ্ঠিমেয় কয়েক জনের, নাকি আমাদের সবার ? এদেশটা কি কারু বাপের টাকায় কেনা, নাকি তিরিশ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে পাওয়া ?
আমরা জন্ম সূত্রে এদেশের নাগরিক । এদেশ তোমার আমার সকলের ।এদেশে থাকার অধিকার আমাদের মৌলিক অধিকার ।আমরা এদেশে থাকতে পারলে তসলিমা নাসরিন থাকতে পারবেনা কেন? সেও তো এদেশের নাগরিক । দশটা খুন করেও তো কেউ কেউ এদেশের মাটিতে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ।আর রাজাকারও তো এদেশে মন্ত্রী হয়েছে।
তসলিমা নাসরিন কি এদেশের নাগরিক নয়? তাহলে তাঁকে তারঁ মাতৃভূমিতে আসতে দেওয়া হচ্ছে না কেন । কি তাঁর অপরাধ ? মুক্তবুদ্ধির চর্চা করে বলে ? ধর্মের বিরুদ্ধে লেখে বলে ?
আমরা যদি পৌরুষ হয় তাহলে আমরা তসলিমার লেখার প্রতিবাদ লেখা দিয়ে করব ।তাঁকে তাঁর দেশ থেকে তাড়িয়ে দেব কেন ? এটা তো পশুর কাজ ।একটা কুকুর স্বজাতীয় আর একটা কুকুরকে মাংশ খেতে দেয়না,আস্ত পচাঁ গরুটা সামনে নিয়ে বসে থাকে ।অন্য একটা কুকুর আসলে ঘেউ ঘেউ করে তাকে তাড়িয়ে দেয় ।
সরকারের দায়িত্ব নাগরিকের জান মালের নিরাপত্তা বিধান করা । তসলিমা এদেশের নাগরিক । সরকার কি পেরেছে তসলিমা নাসরিনের জান মালের নিরাপত্তা দিতে? পারলে তিনি ভারতে নিবার্সিত জীবন যাপন করছেন কেন? এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার,ঘৃণার,পরিতাপের বিষয় ।
২| ১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
কোয়ান্টাম ফ্লাকচুয়েসন বলেছেন: কুরআনের উপর চায়ের কাপ রেখে ভাদ্র মাসের কুকুর আসিফ মহিউদ্দীন ও মহিলা কুকুর তসলিমা নাসরিন কী প্রমাণ করতে চাচ্ছেন??
৩| ১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪০
AlaminMeh বলেছেন: Bah bah! Taslima nasriner hoye dalali korte aschen dekhi! Taslima nasrin ki kono asha vorosha diyechen naki?
১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:০১
মনসুর আলী বলেছেন: ভাইজান ভুল বুঝবেন না। আমার মন্তব্যটি পড়ুন।
৪| ১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫২
লেখোয়াড় বলেছেন:
না, এ দেশটা কারো বাপের না।
এ দেশটা শুধু কোয়ান্টাম ফ্লাকচুয়েসন ............ এদের।
ফটোশপ করে কি একটি ছবি না উনি দিয়েছেন।
সারা জনম ধরে ওরা এই করলো, কিন্তু পেল না কিছুই.............
হা হা হা হা .................
লেখককে ধন্যবাদ, সাহসী পোস্ট।
১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৮
মনসুর আলী বলেছেন: ধন্যবাদ আপনাকে ও ভাই।
৫| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪২
দেশপ্রেমিকা বলেছেন: উনি দেশে এসে কি করবেন? উনার উদ্দেশ্য টা কি? এদেশের কালচার তার ভাল্লাগেনা, ধর্ম- কর্ম, নিয়ম-নীতি, মানসিকতা, সবকিছুই তার বিপরীত, এদেশে তার বাবা- মা নেই, আপনজন নেই, তিনি পশ্চিমা নিয়ম-নীতিতে আকৃষ্ট, আবার ভারত কে তার নিজের দেশ মনে করেন, তারপরেও তিনি কেন আসতে চান? এটা একটা লাখ টাকার প্রশ্ন।
উনি প্রকাশ্যেই বলেন যে এদেশের নিয়ম- কানুন তিনি বদলে দিতে চান, তার বিদ্যা - বুদ্ধি আছে ( কথায় আছে- দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য), উনি ওনার বিকৃত অশ্লীল চিন্তাধারা দিয়ে দেশের তরুন প্রজন্ম কে বিপথগামী করতে চান,( মানুষ স্বভাবতই নিষিদ্ধ, খারাপ কথা বা কাজের প্রতি আকৃষ্ট) আমাদের হাজার বছরের সংস্কৃতি কে নষ্ট করে দিতে চান, মোটকথা, উনি চান না বাংলাদেশ আর বাংলাদেশ থাকুক, হয়ে উঠুক বাংলিশ-দেশ, আপনি কি তা সমর্থন করেন?
ভেবে উত্তর দেবেন।
কোন নিয়ম কিংবা কোন ব্যক্তি যদি সেদেশের জন ক্ষতিকারক হয়ে থাকেন, তবে দেশের জনগনের অধিকার আছে তাকে বয়কট করার, রাষ্ট্রের অধিকার আছে এমন ক্ষতিকারক জিনিস-বস্তু বা মানুষ কে নিষিদ্ধ করার।
কাগজে- কলমে না পারলেও অন্তত এদেশের অর্থাৎ যারা বাঙালি সংস্কৃতি কে ভালবাসেন, তাদের উচিত ওনাকে মানসিকভাবে বয়কট করার। জানি তসলিমা একসময় বাংলাদেশে যাওয়ার সুযোগ পাবে, কিন্তু দুঃখ লাগছে পরের প্রজন্মের জন্য যারা তসলিমা এবং তখন আরও অনেক তসলিমা বের হবে, (শেষ জমানাতো), এদের লেখা পরবে, ওই বিকৃত পরিবেশে বড় হবে...
খুনি- রাজাকার, এদের পৃষ্ঠপোষক কে? আপনি- আমি? নাকি এদেশের রাজনৈতিক দল? ওইসব দলগুলোকে বয়কট কেন করছেন না? কেন তাদের বিরুদ্ধে কলম ধরছেন না?
৬| ১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৫
মনসুর আলী বলেছেন: ভাইজান, স্যলুট রইল গঠনমূলক সমালোচনার জন্য।
আপনি বলেছেন-আমাদের সকলের উচিত ওনাকে(তসলিমা ) মানসিকভাবে বয়কট করা ।--আরও বলেছেন--দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, ---আপনার সাথে একমত পোষন করে বলছি-আমরা তাকে(তসলিমা ) বয়কট করব কিংবা ত্যাগ করব কিন্তু দেশ থেকে তাড়িয়ে দেব কেন? দেশটা তো আমার ,আপনার ,তার(তসলিমার) সকলের ।কেউ যদি আল্লাহর বিরোধিতা করে আল্লাহ কি তার খাবার দাবার বন্ধ রাখে? তারঁ বিশ্ব থেকে অপরাধীকে তাড়িয়ে দেয়?
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
কোয়ান্টাম ফ্লাকচুয়েসন বলেছেন: