নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দহণ

মনসুর আলী

আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা’,

মনসুর আলী › বিস্তারিত পোস্টঃ

তসলিমা নাসরিন কি এদেশের নাগরিক নয়?

১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪০

এদেশটা কার ? এদেশটা কি মুষ্ঠিমেয় কয়েক জনের, নাকি আমাদের সবার ? এদেশটা কি কারু বাপের টাকায় কেনা, নাকি তিরিশ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে পাওয়া ?



আমরা জন্ম সূত্রে এদেশের নাগরিক । এদেশ তোমার আমার সকলের ।এদেশে থাকার অধিকার আমাদের মৌলিক অধিকার ।আমরা এদেশে থাকতে পারলে তসলিমা নাসরিন থাকতে পারবেনা কেন? সেও তো এদেশের নাগরিক । দশটা খুন করেও তো কেউ কেউ এদেশের মাটিতে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ।আর রাজাকারও তো এদেশে মন্ত্রী হয়েছে।



তাহলে তাঁকে তারঁ মাতৃভূমিতে আসতে দেওয়া হচ্ছে না কেন । কি তাঁর অপরাধ ? মুক্তবুদ্ধির চর্চা করে বলে ? ধর্মের বিরুদ্ধে লেখে বলে ?



আমরা যদি পৌরুষ হয় তাহলে আমরা তসলিমার লেখার প্রতিবাদ লেখা দিয়ে করব ।তাঁকে তাঁর দেশ থেকে তাড়িয়ে দেব কেন ? এটা তো পশুর কাজ ।একটা কুকুর স্বজাতীয় আর একটা কুকুরকে মাংশ খেতে দেয়না,আস্ত পচাঁ গরুটা সামনে নিয়ে বসে থাকে ।অন্য একটা কুকুর আসলে ঘেউ ঘেউ করে তাকে তাড়িয়ে দেয় । আমাদের ভেতর থেকে পশুর প্রবৃত্তি দূর করতে হবে ।



সরকারের দায়িত্ব নাগরিকের জান মালের নিরাপত্তা বিধান করা । তসলিমা এদেশের নাগরিক । সরকার কি পেরেছে তসলিমা নাসরিনের জান মালের নিরাপত্তা দিতে? পারলে তিনি ভারতে নিবার্সিত জীবন যাপন করছেন কেন? এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার,ঘৃণার,পরিতাপের বিষয় ।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৫

শিশির খান ১৪ বলেছেন: ভাই উনি আপনার কি লাগে ?এত সমসা থাকতে উনারে নিয়া এত টানাটানি লাগাইসেন কে? উনি তো ভালই আছে। .........

২| ১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৯

মনসুর আলী বলেছেন: মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য ---তাই

৩| ১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৭

বটপাকুড় বলেছেন: ভাইজান, তসলিমা আপাকে দেশে নিয়ে আসতে বলছেন ভালো কথা। কিন্তু এই বেকুব জনপ্রিয়তা কাঙ্গাল মহিলাকে দেশে নিয়ে এসে কি হবে। যে কি না আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় কথা সাহিত্যক হমায়ূন আহমেদকে নিয়ে বলেন, তিনি অশিক্ষিত লোকজনের মাঝে জনপ্রিয়। তার কারনে পশ্চিমবঙ্গে জন প্রিয় হতে পারেননি।

আসল কথা পশ্চিম বঙ্গের লোকজন হমায়ূন এর জনপ্রিয়তা দেখে কখনোই সেদেশে বইয়ের বাজার তৈরী করতে দেয় নাই।

এই লিঙ্কের ইউটিউব ভিডিওটা দেখেন,

দেখেন তসলিমা কেমনে চোরের মত একটা ইন্টার ভিউ দিয়েছে। সাথে দেশ থেকে দুটা চামচা নিয়ে গেছে। ভাই শুনেন, বহু দেশের বহু ধর্মের লোকজন দের সাথে কাজ করি, কিন্ত কেউ অন্যের ধর্ম ছোট করে কোন কাজ করে না। কিন্ত এই ম হিলাকে দেখেন কুর আন শরীফের উপর চায়ের কাপ রেখে কথা বলে ! জাস্ট সিম্পল হিটসিকার মহিলা, আর কিছু বলার নাই

৪| ১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: এসব ধুনফোন কথার মধ্যে মুক্তমনের কি হলো।

যিনি অস্থিতিশীল বাংলাকে আরো অস্থিতিশীল করে তুলেন তাকে এত আহলাদ তরে লাভ কি?

পঞ্চাশোর্ধ মহীলা আধুনিকতা কি বুঝে?

বাংলা সহিত্যকে তসলিমা কি দিয়েছে।কয়টি ভাল কবিতা লিখেছেন ব্যাস।

চিকিৎসাশাস্ত্রে কি বিপ্লব তিনি করেছেন ?

দেশের উন্নয়নে তার ভূমিকা কতখানি ?

যাক আসিফের ভাল এচিভমেন্ট হয়েছে।

সমাজ বদলানো মানে লিভটুগেদার হালাল করা!

খ্যাতির পিছনে ছোটা আর আর্থ সামাজিক উন্নয়ন এক কথা নয়।


তসলিমা নাচরীন দেশে কিছু পতিতার জন্ম দিতে পারবেন আর কিছু নয়।


ওদের সুস্থতা কামনা করি।ওরা মানুষ হয়ে বেচে থাকুক শুকর আর কুকুরের মত
রাস্তাঘাটে সেক্স না করে বিয়ে করে মানুষের মত বেচে থাকুক।


৫| ১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৮

এরিক ফ্লেমিং বলেছেন: স্বাধীন দেশের স্বাধীন নাগরিক মানেই যা খুশি তাই বলা যাবে, যা খুশি তাই লেখা যাবে, যা খুশি তাই করা যাবে, তাই কি?
স্বাধীনতা মানে তো সেচ্ছাচারিতা নয়, স্বাধীনতা মানে তো বিশৃঙ্খলা সৃষ্টির অধিকার পাওয়া নয়। মুক্তবুদ্ধির চর্চা তো হয় মানুষের কল্যানে। আর যে মানুষের কল্যানে চিন্তা করে, কাজ করে, মানুষ তো তাকে ভালবাসে, বিপদে পাশে দাড়ায়, তাকে নির্বাসনে পাঠায় না।
সরকারের দায়িত্ব নাগরিকের জান মালের নিরাপত্তা বিধান করা কিন্তু নাগরিককেও তো নাগরিকের সঙ্গার ভিতর পড়তে হবে।

৬| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০৫

অদ্বিত বলেছেন: লাইক দিলাম। তসলিমা নাসরিন সম্পর্কে সবার যত খারাপ ধারণাই থাকুক না কেন এটা কেউ বলতে পারবে না যে সে কাদের মোল্লার মত রাজাকারের চেয়ে বেশী খারাপ। রাজাকারদের মত জঘণ্য মানুষ যদি দেশে থাকতে পারে, তবে তিনি নন কেন ?

১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৩

মনসুর আলী বলেছেন: স্যালুট----- ভাইজান।

১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৩

মনসুর আলী বলেছেন: স্যালুট----- ভাইজান।

৭| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৭

এইস ম্যাকক্লাউড বলেছেন: দেখুন

৮| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১৩

মি. আলম বলেছেন: বউ কি এমনে এমনে আপনাকে শাসন করে














১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২০

মনসুর আলী বলেছেন: ধন্যবাদ ভাই।

৯| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩১

এরিক ফ্লেমিং বলেছেন: কাদের মোল্লার তো ফাঁসী হয়েছে, সে এখন বাংলাদেশে থাকে না। রাজাকারদের থেকে একটু কম জঘন্যরা নির্বাসনেই থাকুক না !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.