![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম সন্তান- মনে হয় যেন ,এ দেহেরই প্রাণ।
কাঁটা বিধঁলে পায়ে তার- বুঝি অন্তরে বিধেঁছে আমার।
তার খুশিতে খুশি আবার তার হাসিতে হাসি
তার চোখেতে জল দেখলে আমিও জলে ভাসি।
মা মরার পরে ভাবি সে-ই আমার মা
তার পায়ে চেয়ে দেখি আমার মায়ের পা।
আমার মায়ের সব কিছু আছে তার মাঝে
মাকে আমি খুঁজে পাই তার সকল কাজে।
©somewhere in net ltd.