নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দহণ

মনসুর আলী

আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা’,

মনসুর আলী › বিস্তারিত পোস্টঃ

যুব সমাজকে মাদকের কালো হাত থেকে বাচাঁতে হবে

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৫

প্রাণঘাতী মাদক দ্রব্য আজ বিষাক্ত কালো ধোঁয়ার মতো সমাজের রন্ধ্রে রন্ধ্রেঢুকে পড়েছে ।সর্বগ্রাসী মাদেকের বিষাক্ত ছোবলে আমাদের যুব সমাজ আজ ধ্বংসের মুখোমুখি ।নেশা সর্বনাশা জেনেও ক্ষনিক সুখের জন্য অনভিজ্ঞ যুব সমাজ এ নেশায় আক্রান্ত ।যুব সমাজ হচ্ছে একটি দেশের প্রাণ ,এবং ভবিষ্যৎ কর্ণধার । কিন্তু এই যুব সমাজকে মাদকাসক্তি বিপদের দিকে টেলে দিচ্ছে ।নেশায় ডুবে যুব সমাজ কর্মশক্তি হারাচ্ছে ,লেখা –পড়া ছেড়ে নানা অপকর্মে লিপ্ত হচ্ছে ।যে যুব সমাজ একদিন রাস্ট্র পরিচালনা করবে , দেশে আইন তৈরী করবে সেই যুব সমাজই মাদকের নেশায় ডুবে টাকার জন্য পিস্তল হাতে চুরি ,ডাকাতি ,ছিনতাই ,চাঁদাবাজি প্রকাশ্যে করছে ।তাই যুব সমাজকে মাদকের কালো হাত থেকে বাচাঁতে হবে ।নুতবা ধ্বংস হবে যুব সমাজ ,ধ্বংস হবে দেশ ,ধ্বংস হবে মানব সভ্যতা ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২০

কানিজ রিনা বলেছেন: শুধু সমাজই না বুড়ো সমাজ কম কিসে, চল্লিশ বা
তারও অধিক বয়সের বড়োভাব গুল অতিরিক্ত উচ্ছৃংল
জীবন যাপনে যখন যৌবন হাড়ায় নানান পদের ভায়াগ্রা
থেকে ইয়াবা সেবনে ব্যস্ত সব বুড়োভাম সমাজ। আমি
তার জল জ্যান্ত প্রমান আমার ছেলে মেয়ের বাবা।
অন্ধকার জীবন বেছে নিয়েছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৫

মনসুর আলী বলেছেন: আপু লেখাটা পড়ে খুব ই্ছে করছে আপনার সঙ্গে কথা বলাতে দুঃখটা শেয়ার করতে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.