![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশের প্রায় শতকরা নব্বই জন লোক এখনো অসচেতন এবং কুসংস্কারে বিশ্বাসী।আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যুগে এখনো অনেক সাধারণ মানুষ রয়েছে যারা নিজের সন্তানের অসুখ দেখলে দৌড়ে অদক্ষ কবিরাজের কাছে ছুটে যায়। কবিরাজ তাদেরকে ঝাঁড়-ফুঁক, পানি পড়া ও তাবিজ দেয়এবং বিনিময়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় । কবিরাজী চিকিৎসার প্রতি সাধারণ মানুষের বিশ্বাসের কারণে অনেকে ভূয়া কবিরাজ সেজে প্রতারণা করে রোগীদের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে । কবিরাজী চিকিৎসায় নতুন করে যোগ হচ্ছে জ্বীনের মাধ্যমে চিকিৎসা বা জ্বীন থেরাপী । এক শ্রেণীর ভূয়া ধূর্ত কবিরাজ জ্বীনের নাটক সাজিয়ে রোগীদের সাথে প্রতারণা করে মোটা অঙ্কের টাকা-পয়সা পকেটস্ত করছে ।আমি একজন জ্বীন বাদশাকে চিনি যার মা মানুষের বাড়ির ফেন-ভাত এনে তাকে খাইয়ে বড় করেছে ।এখন সেই ভন্ড জ্বীনের বাদশা অট্টলিকায় লাখ টাকার খাটে ঘুমায়। এদের প্রতারণায় পড়ে সাধারণ মানুষ সর্বশান্ত হচ্ছে। কবে এই সোনার বাংলাদেশে জ্বীন প্রতারণার নামে জ্বীন থেরাপীর অবসান হবে?
২| ১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:০৫
সজীব মোহন্ত বলেছেন: ধর্মদূর্গত দেশগুলোতে কুসংস্কার বেশি
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৫৬
কলাবাগান১ বলেছেন: কোন জিনের কথা বলছেন? আজ দেখলাম এক বেকুবের পোস্ট..লাল/নীল/সাদা/কালো/বেগুনী/গোলাপী/জামদানি/বেকুবী নানান কিসিমের নাকি জিন আছে।