সবা প্রতিবার একটি ছোট চিঠি লেখে বাবাকে। চিঠিটি নার্সারি ক্লাসের একটি একটি বাচ্চার লেখা এটি বোঝা মুশকিল সবা বাবার কাছে। চিঠিতে ভাঙ্গা ভাঙ্গা হাতের লেখায় ছোট ছোট বায়না থাকে যেন পরেরবার বাবা ছুটিতে বাড়ী গেলে ভুলে না যায়। শেষে ছবি দিয়ে প্রকাশ করে বাবাকে সে অনেক মিস করে। সবার মাত্র একটি অভিযোগ তার ১ বছরের বুড়া ভাইটিকে নিয়ে। যতো বড় হচ্ছে ভাইটি তার ট্যাবটি নিয়ে নেয়ার দখলদারি মনোভাব দেখাচ্ছে। খুনসুটি দিন দিন বাড়ছেই রহিতের সাথে। যদি ও ১ বছর ৬ মাস বয়েসের ভাইটির এখনো শক্তি বলে পেরে ওঠে না।এসব ভাবতে পকেট থেকে সাবার....
১|
২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯
ঝরাফুল মরাপাখি বলেছেন: ৭ দিন পরে অন্যের ব্লগে কমেন্ট করার অনুমতি পাইবো