নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসলাম - পড়লাম - বুঝলাম - জানালাম

মনসুর-উল-হাকিম

:-)

মনসুর-উল-হাকিম › বিস্তারিত পোস্টঃ

দেশের বর্তমান অবস্থায় আমাদের তরুনসমাজের কী করা উচিত . .

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩

নতুনেরা-তরুনরা অনুগ্রহ করে বুঝার চেষ্টা করুন - কোনো মানব সমাজ যদি দীর্ঘ দিন ধরে দরিদ্র, অশিক্ষিত, যথাযথ কর্ম-সংস্থানহীন, নৈতিক অবক্ষয়-এর মধ্যে থাকে তবে সেই সমাজ ধীরে ধীরে ধংসপ্রাপ্ত হয় - জাতি পরিনত হয় হতদরিদ্র, কুশিক্ষিত, লোভী আর দুর্নীতিপ্রিয় এক অসভ্য সমাজে। বাংলাদেশেও এই প্রক্রিয়ার প্রভাব যথেষ্ট ক্রিয়াশীল। এই অবস্থায় 'কল্যণমূখী গণতন্ত্র' তার স্বাভাবিক কার্যকারিতা হারায়, শাষন ব্যবস্থা পরিনত হয় সন্ত্রাসপ্রিয় নষ্ট কু-রাজনীতিবিদদের হাতিয়ারে।



ফলে, বর্তমান বাংলাদেশ =সন্ত্রাসপ্রিয় নষ্ট রাজনীতিবিদ +দুর্নীতিবাজ আমলা +কুশিক্ষিত (লোভী+ধর্মান্ধ+নাস্তিক) সংখ্যাগরিষ্ট জনগোষ্ঠি।



সুতরাং প্রথমে নিজের সততা ও নিস্বার্থ-দেশপ্রেমকে মূল্য দিন, বদ পাকিদের বন্ধু বা নষ্ট রাজনীতিবিদদের চক্রান্তে পা দেবেন না।

দেশাত্মবোধ আর ধর্ম-চর্চা উভয়ই ইতিবাচকভাবে একে অন্যের পরিপূরক, কখনই সাংঘর্ষিক নয়। নিজেকে সুশিক্ষিত করুন, বিশাস ও চিন্তার ক্ষেত্রে স্বচ্ছতা ও সততার চর্চা করুন। শুধুমাত্র সেই 'ইতিবাচক আন্দোলনেই' যোগদান করুন যেখানে 'সততা ও দেশপ্রেমের' মূল্য পাওয়া যাবে, আর সেইসাথে দেশে প্রতিষ্ঠা পাবে 'জনকল্যণমূখী গণতন্ত্র'।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫

নিশ্চুপ শরিফ বলেছেন: ঘরে বসে ব্লগান আর ফেসবুকিং করা উচিত।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩

মনসুর-উল-হাকিম বলেছেন: ঠিক, আমার-আপনার মত . . .

২| ১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

গোর্কি বলেছেন:
খুব ছোট পরিসরে লেখা কিন্তু ভাবের ব্যাপ্তি গভীর। ঈদ মোবারক ও শুভকামনা রইল।

৩| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: কথাগুলো ভালো লেগেছে, আমাদের ভাবা উচিৎ

৪| ২৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

আমার কোন প্রশ্ন নাই বলেছেন: রে বসে ব্লগান আর ফেসবুকিং করা উচিত। সহমত।

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৪

পাঠক১৯৭১ বলেছেন: "

নিজেকে সুশিক্ষিত করুন, বিশাস ও চিন্তার ক্ষেত্রে স্বচ্ছতা ও সততার চর্চা করুন।"




একমাত্র সুশিক্ষিতরাই যেকোন পরিস্হিতিকে সঠিভাবে এনালাইসিস করতে পারে, বুঝতে পারে ও সঠিক পদক্ষেপ নিতে পারে।


ছোট পোস্ট, কিন্ত অনেক ওজন বহন করছে!

৬| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:৩৪

বিজন রয় বলেছেন: ভাল বলেছেন। আসলে অনেক কিছুই করার আছে।

৭| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২২

উদাসী স্বপ্ন বলেছেন: আল্লাহ সবাইকে হেদায়েত দিক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.