নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন্ত্রক

আমি আমার দেশের জন্যে

মন্ত্রক › বিস্তারিত পোস্টঃ

জামায়াত-শিবিরের ঔদ্ধত্য ; এই সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হাতে দমন করুন

০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৮

জামায়াতে ইসলামী ও এর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের ঘোষিত রাজনৈতিক আদর্শ ও নীতি নিয়ে বিতর্ক বরাবরই ছিল। কিন্তু সাম্প্রতিক কালে তারা যেসব কর্মকাণ্ড করছে, তাতে সংগঠন দুটি স্পষ্টত নিজেদের সন্ত্রাসী হিসেবে জাহির করেছে। এর আগে রাস্তায় ভাঙচুর কিংবা জ্বালাও-পোড়াওয়ের ঘটনাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দমন-পীড়নের প্রতিক্রিয়া বলে দাবি করে আসছিল তারা। কিন্তু গত শনিবার মিছিলের নামে জামায়াত-শিবিরের কর্মীরা কোনো কারণ ছাড়াই রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় নির্বিচারে গাড়ি ভাঙচুর করেন।

আরও দুর্ভাগ্যজনক যে অন্যান্যের মধ্যে তাঁদের সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন কয়েকজন স্প্যানিশ নাগরিক, যাঁরা তৈরি পোশাক কেনার আদেশ দিতে বাংলাদেশে এসেছিলেন। গতকাল প্রথম আলোর প্রথম পাতার ছবিটিতে দেখা যায়, আক্রান্ত হওয়ার পর তাঁরা গাড়ি থেকে বেরিয়ে রুদ্ধশ্বাসে ছুটছেন। বাংলাদেশের জন্য এর চেয়ে লজ্জাকর ঘটনা কী হতে পারে?

জামায়াত-শিবির এই ঔদ্ধত্য কোথায় পেল? উচ্চ আদালতের নির্দেশে দলটির নিবন্ধন বাতিল হওয়ার পরও তাদের মধ্যে ন্যূনতম অনুশোচনা দেখা যায়নি। বরং তারা আরও ধ্বংসাত্মক হয়ে উঠেছে। এখনই কঠোর হাতে এদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। যারা এসব সন্ত্রাসী ঘটনার সঙ্গে জড়িত, তাদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির বিকল্প নেই।

কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, এ ধরনের ঘটনার জন্য যারা দায়ী, তাদের ধরার বদলে গয়রহ মামলা করতেই পুলিশের বেশি উৎসাহ লক্ষ করা যায়। এ রকম একটি সংগঠনকে বিএনপির মতো দায়িত্বশীল দলটি কীভাবে কাছে টানতে পারে? তাহলে কি ধরে নিতে হবে যে বিএনপির শক্তিতেই জামায়াত ও এর ছাত্রসংগঠনটি দেশের প্রচলিত আইন না মানার ধৃষ্টতা দেখিয়ে যাচ্ছে? ভবিষ্যতে তাদের ওপর যে এই কালসাপ ছোবল মারবে না, তার নিশ্চয়তা কী?

এসব ঘটনায় প্রমাণিত হয় যে জামায়াত-শিবির কেবল মৌলবাদের ঝান্ডা উড়িয়ে ক্ষান্ত হয়নি, তারা বাংলাদেশ রাষ্ট্রের আদর্শ ও মৌলনীতিরও বিরোধী। রাষ্ট্রীয় সম্পদ ও জননিরাপত্তার স্বার্থেই সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি রাজনৈতিক সংগ্রাম জারি রাখা জরুরি।

তথ্যসূত্র: প্রথম আলো

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৪

পথিক০২১ বলেছেন: I have no problem with your comments and accusation. A spade should be called a spade. Similarly, a terrorist should be called a terrorist. People who carry out terrorist activity on behalf of a particular party of political affiliation should be called a terrorist organization. We are calling Jamat and Shibir terrorist and rightly should be so. But sadly, we stopped short to call same activity, as terrorist activity when current government in power carried out these heinous act few years back when they were in opposition. We never labeled them as terrorist organization. To all people in general I ask, why this difference in label ?? Is it because Jamat and Shibir has affiliation with Islam and Islamic sentiments ??(Although, none of their activities are supported by Islam) Because now days Islam has become synonymous with terror and Muslims has become synonymous with terrorist for greater media in concern. This brainwashing of junta must be stopped and we should become more alert of the underlying agenda of those who wants to isolate our beliefs from our lives.

২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১০

শফিক আলম বলেছেন: We must not mix up Islam with some such elements that are not Islamic. We must know what is what and who is who?

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৯

হাসিব০৭ বলেছেন: আপনারা নামলেই তো হয়। চুড়ি পরে আপ কতদিন থাকবেন। রাস্তায় নেমে তাদের দমন করলেই তো পারেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.