![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বরাবরই নিজেদের অরাজনৈতিক সংগঠন হিসেবে দাবি করলেও রাজনৈতিক দল ও নেতাদের সঙ্গে দিন দিন সম্পৃক্ততা বাড়ছে হেফাজতে ইসলামের। সোমবার হেফাজতে ইসলাম ঢাকা মহানগর আয়োজিত ইফতার ও দোয়া মাহফীলে অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। এর আগে গত বুধবার জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে অংশ নিয়েছিলেন হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, জাফরুল্লাহ খাঁন ও মুজিবুর রহমান হামিদী।
সোমবার হেফাজতে ইসলাম ঢাকা মহানগর আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে ইসরায়েলী বাহিনীর গাজায় বিমান ও ক্ষেপনাস্ত্র হামলার মাধ্যমে নারী-শিশুসহ নিরপরাধ মোসলমানদের নৃশংস হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
হেফাজতের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘এ দেশে বর্তমানে কেউ নিরাপদ নয়। মানুষকে ইসলামী শিক্ষার আলোকে যারা সত্যিকার মানুষ রূপে গড়ে তোলা এবং আদর্শ সমাজ বিনির্মাণে যারা কাজ করছেন, সেই আলেম সমাজকে যেভাবে নির্যাতন নীপিড়ন করা হচ্ছে তা নব্বই ভাগ মুসলিম অধ্যুষিত কোনো দেশে কল্পনাও করা যায় না। বিশেষত ৫ মে শাপলা চত্বরে রাতের আঁধারে নজিরবিহীন হত্যাযজ্ঞ চালানো হয়েছে, আমরা এর বিচার চাই। আমরা জুলুম নির্যাতন মুক্ত বাংলাদেশ চাই।’
আল্লামা নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে হেফাজত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগর সদস্য সচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, যুগ্ম-আহ্বায়ক মাওলানা আবদুর বর ইউসুফী, মাওলানা আবুল কালাম, ড. আহমদ আবদুল কাদের, যুগ্ম-সদস্য সচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা মহিউদ্দিন ইকরাম, অধ্যাপক মাওলানা আবদুল করীম, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা সাখাওয়াত (খুলনা), মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা শফিক উদ্দীন, মাওলানা অধ্যাপক এহতেশাম সরওয়ার, মাওলানা তাফাজ্জুল হক আজীজ, মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, প্রচার বিভাগের সদস্য মাওলানা ওয়ালীউল্লাহ আরমান, মাওলানা মুফতি আবদুল মালেক, মুফতি ফখরুল ইসলাম, মুফতি আজহার প্রমুখ।
©somewhere in net ltd.