নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন্ত্রক

আমি আমার দেশের জন্যে

মন্ত্রক › বিস্তারিত পোস্টঃ

ঘৃণায় গোলাম আযমের বিদায়...

২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৫

বায়তুল মোকাররমে একাত্তরের নরঘাতক গোলাম আযমের কফিনে জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। সেখানে জানাজার জন্য নেওয়া হলে ভিড়ের মধ্য থেকে জুতো নিক্ষেপ করা হয়। জীবিত অবস্থায় আগেও এই মসজিদ থেকে বের হওয়ার সময় জুতো নিক্ষেপ করা হয়েছিল গোলাম আযমকে। মানবতাবিরোধী অপরাধের দায়ে ৯০ বছরের সাজাপ্রাপ্ত জামায়াতের সাবেক আমির গোলাম আযম গত বৃহস্পতিবার রাতে মারা যান। আজ শনিবার দুপুরে তার জানাযার জন্য জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নিয়ে যায় পরিবার দলের সদস্যরা। এদিকে গণজাগরণ মঞ্চ থেকে আগেই ঘোষণা দেওয়া হয়, জাতীয় মসজিদে গোলাম আযমের জানাযা হতে দেওয়া হবে না। তারই জেরে বায়তুল মোকাররম এলাকায় চলছে ব্যাপক অস্থিরতা। সেখানে ৬টি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। তার মধ্যেও গোলাম আযমের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স বায়তুল মোকাররম এলাকায় পৌঁছালে তাতে জুতো নিক্ষেপ করা হয়। মরদেহবাহী কফিন নিয়ে যাওয়ার সময় গণজাগরণ মঞ্চের এক কর্মী জয় বাংলা বলে মরদেহের দিকে জুতা ছুড়ে মারেন। এ সময় মিছিল থেকে তাকে ধাওয়া করার চেষ্টা করেন জামায়াতের নেতা-কর্মীরা। এর আগেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
দেশের শীর্ষ যুদ্ধাপরাধী ১৯৮১ সালের ১ জানুয়ারি এই বায়তুল মোকাররম মসজিদেই নামাজে জানাজা পড়তে গেলে তাকে জুতাপেটা করেন মুসল্লিরা। মৃত্যুর পরও একই মসজিদে জুতা পড়লো তার মরদেহে। - See more at: Click This Link

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫১

খেলাঘর বলেছেন:

সঠিক কাজ, জুতাই তার পাওনা ছিল।

২| ২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২২

ইউরো-বাংলা বলেছেন: সরকার বলে কথা ! একদিকে এইডস সরকার, অন্যদিকে হাসিনা সরকার। ওদের সময় এখন ভালই যাচ্ছে। যা ইচ্ছা তা বলে যাচ্ছে ও করে যাচ্ছে।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৮

সত্যের সন্ধানী এক যুবক বলেছেন: পথে প্রান্তরে কুকুরের অবৈধ কাজ দেখে মানুষ মজা পায় না, বরং তাকে এক রাশ ঘৃনা নিয়ে দূর দূর করে তাড়িয়ে দেয়।

আপনারা সেই অবুঝ কুকুর থেকেও খারাপ। আপনার প্রতি আমার ঘৃনা লাগে এই কথাটা লিখলেও আমার মনের সঠিক অভিব্যক্তিটি প্রকাশ পাবে না।

৪| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০৫

অপূর্ণ রায়হান বলেছেন: ভাশাসৈনিক,অদ্ধাপক একজন গোলাম আজম;উনার ব্যাতিত বাংলার িতিহাস অস্পম্পুরন

৫| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০৫

অপূর্ণ রায়হান বলেছেন: উপরের মন্তব্যটি আপনার জন্য নয় , আমার জ্বিহাদী ভাই বোনদের জন্য ।

৬| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৮

এ কে এম রেজাউল করিম বলেছেন: "কুত্তা মরলে কিছু কুত্তা কাউ কাউ করবেই, এটা নিয়া ভাবনার কি আছে। কুত্তার দল কাউ কাউ করে এটা জানাচ্ছে যে তারা সংখ্যায় অনে"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.