![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল খালেদা জিয়ার গাড়ি বহরে কে বা কারা হামলা করলো, দৃশ্যটি দেখার পর মনে হলো, গাড়িবহরে হামলা তো বাংলাদেশে নতুন কিছু নয়। গত নব্বই দিনের অবরোধে বিএনপি জামাত এরকম কয়েক হাজার গাড়ি বহরে হামলা, ককটেল, পেট্রোলবোম নিক্ষেপ করে শতাধিক মানুষ পুড়িয়ে কয়লা বানিয়ে দিলেন। যে নেত্রীর নির্দেশে এতগুলো মানুষ পুড়িয়ে মারা হলো, হাজারের বেশি গাড়িতে হামলা করা হলো, দেশের হাজার কোটি টাকা অর্থনীতির ক্ষতি হলো, সেই নির্দেশদাতা নেত্রীর গাড়িবহরে ক্ষতিগ্রস্তরা হামলা করলে অবাক হবার কিছু নেই। যাদের স্বজনরা মারা গেছে, কেবল তারাই জানেন, এরজন্য কেবল খালেদা জিয়াই দায়ী।
কাওরান বাজার মূলত ব্যবসায়ীদের এলাকা। সেখানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সংখ্যা লাখের উপরে। গত তিনমাসে তাদের পেটে লাথি মেরেছেন খালেদা জিয়া। আজকের মানবজমিন মতে, খালেদা জিয়া যখন কাওরান বাজারে যান তখন কাওরান বাজারের ব্যবসায়ীরা তাকে কালো পতাকা প্রদর্শন করেন। কারণ, খালেদা জিয়ার তিন মাসের অবরোধ-হরতালের কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্যবসায়ীদের সঙ্গে দলীয় কিছু লোকও ছিল। কিন্তু হঠাৎ করেই খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা (সিএসএফ) ২-৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় আওয়ামী লীগের ওয়ার্ড প্রেসিডেন্টকে কলার ধরে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে সিএসএফ সদস্যরা। এ সময় তাকে বাঁচাতে অন্যরা এগিয়ে গেলে এই ঘটনা ঘটে।মানবজমিনে দেওয়া সাক্ষাৎকারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সিএসএফ সদস্যরা তাদের লাঠিপেটা করতে থাকে। এতে একজনের আঙুল ভেঙে গেছে। একজনের পায়ের ওপর দিয়ে গাড়ি তুলে দেয়া হয়েছে। এরপর স্থানীয় সাধারণ মানুষ ক্ষেপে গিয়ে সিএসএফ সদস্যদের ওপর হামলা করে। খালেদা জিয়ার ওপর হামলা করেনি। তিনি বলেন, এ ঘটনায় সাত জন আহত হয়েছে। তাদের ফার্মগেটের আল-রাজী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এটি যেহেতু আমার নির্বাচনী এলাকা, আমি তাদের সঙ্গে কথা বলেছি।
উল্লেখ্য, গতকাল বিকালে রাজধানীর কাওরান বাজারে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারে নেমে হামলার মুখে পড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বেশ কয়েকজন যুবক তাকে জুতা ও কালো পতাকা দেখান। হামলাকারীরা খালেদা জিয়ার গাড়িতেও ঢিল ছোড়েন। এতে তার গাড়ির ডান পাশের কাঁচ ক্ষতিগ্রস্ত হয়। এলোপাতাড়ি ভাঙচুর করা হয় তার নিরাপত্তাকর্মীদের (সিএসএফ) তিন-চারটি গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি। এতে খালেদার একজন নিরাপত্তাকর্মীসহ কয়েকজন আহত হন। তার গাড়ির সামনের অংশে রক্তের দাগও দেখা গেছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঘটনাটি যাচাই বাছাই করা হচ্ছে। যদি কেউ এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পুলিশকে পুরো বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছি।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:০৯
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: জনরোষের জনগনের ছবি ;
