নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঠাঁই নাই ঠাঁই নাই ছোটো সে তরী!

মনওয়ার

অবাক হই অনেক কিছুতেই, কিন্তু সবচেয়ে বেশি অবাক হই এই 'পেল ব্লু ডট' (কার্ল সাগান) এর একটা স্পিশিসের অবাক করা সব কীর্তিতে, ভাল হোক আর মন্দই হোক।

মনওয়ার › বিস্তারিত পোস্টঃ

ভানুমতী আর উন্নতি

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৬

ভানুমতীর পৃথিবী কতটুকু জানিতে বড় ইচ্ছা হইল। বলিলাম - ভানুমতী, কখনো কোন শহর দেখেছো?
- না, বাবুজী।
- দু-একটা শহরের নাম বল তো?
- গয়া, মুঙ্গের, পাটনা।
- কলকাতার নাম শোন নি?
- হ্যাঁ বাবুজী।
- কোনদিকে জান?
- কি জানি বাবুজী।
- আমরা যে দেশে বাস করি তার নাম জান?
- আমরা গয়া জেলায় বাস করি।
- ভারতবর্ষের নাম শুনেছ?
ভানুমতী মাথা নাড়িয়া জানাইল সে শোনে নাই। কখনো কোথায় যায় নাই চকমকিটোলা ছাড়িয়া। ভারতবর্ষ কোনদিকে?

*

মানুষে কি চায় - উন্নতি, না আনন্দ? উন্নতি করিয়া কি হইবে যদি তাহাতে আনন্দ না থাকে? আমি এমন কত লোকের কথা জানি, যাহারা জীবনে উন্নতি করিয়াছে বটে, কিন্তু আনন্দকে হারাইয়াছে। অতিরিক্ত ভোগে মনোবৃত্তির ধার ক্ষইয়া ক্ষইয়া ভোঁতা - এখন আর কিছুতেই তেমন আনন্দ পায় না, জীবন তাহাদের নিকট একঘেঁয়ে, একরঙ্গা, অর্থহীন। মন শান-বাঁধানো - রস ঢুকিতে পায় না।

(আরণ্যক, বিভূতিভূষণ বন্দোপাধ্যায়)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভানুমতির উন্নতি...

বটে বটে ;)

অসাধারন।
++++

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৩৫

মলাসইলমুইনা বলেছেন: বিভূতিভূষণ বন্দোপাধ্যায় তার সমসাময়িকদের মধ্যে আমার মতে ছিলেন সবচেয়ে আধুনিক | যতটুকু সন্মান তার বাংলা সাহিত্যে পাওয়া উচিত ছিল আমার ধারণ না উনি সেটা পাননি |আরণ্যকের মতো একটা আধুনিক লেখা সেই সময় কেমন করে হলো সেটা ভেবে এখনো আমি অবাক হই | গ্রামের প্রত্যেক দিনের ব্যাপারগুলো কে এতো আধুনিকতার সাথে বলা যায় এটা তার লেখা না পড়লে কখনো বুঝতেই পারতাম না | স্কুলে সেভেন বা এইটে পড়া বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের ছোটদের জন্য লেখা উপন্যাস "চাঁদের পাহাড়" আমার ছোটবেলার একটা প্রিয় বই | আরণ্যকের কিছু জিনিস মনে করিয়ে দেবার জন্য অনেক ধন্যবাদ |

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.