নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঠাঁই নাই ঠাঁই নাই ছোটো সে তরী!

মনওয়ার

অবাক হই অনেক কিছুতেই, কিন্তু সবচেয়ে বেশি অবাক হই এই 'পেল ব্লু ডট' (কার্ল সাগান) এর একটা স্পিশিসের অবাক করা সব কীর্তিতে, ভাল হোক আর মন্দই হোক।

মনওয়ার › বিস্তারিত পোস্টঃ

তাজমহল এবং নূরজাহান ফটো-ওয়াক

০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৩

হাঁটতে বের হলাম আমার বেড়ে ওঠার স্মৃতি-বিজরিত মোহাম্মাদপুর এলাকায়। তাজমহল রোডের ওদিক দিয়ে হাঁটতে গিয়ে ছবি তুলে ফেললাম মমতাজ জেনারেল স্টোরের। এই জেনারেল স্টোরগুলা পাড়ার প্রাণবিশেষ, বাকিতেও কখনো কত জিনিস কেনা হতো!



এর পরের ছবিটা হঠাৎ করেই তোলা। সবুজ পাতা আর লাল বিল্ডিং-এর কনট্রাস্ট, এই যাহ।



এরপর হেঁটে ফেরৎ আসার পথে এই দৃশ্য; চা স্টল আর ভিক্ষুক; রাস্তায় দাঁড়িয়ে এক জায়গায় চা খাওয়াও হচ্ছিল বটে।



চা খাওয়ার সময় সিঙ্গারা গরম রাখার বুদ্ধিখানাঃ



রাস্তায় বিক্রি হচ্ছিল স্যান্ডেলঃ



ইসলামিয়া লাইব্রেরিতে ঢুঁ মেরে চাচার সাথে একটু গল্পঃ



শেষে নূরজাহান রোডের ছায়াঘেরা একটি রাস্তাঃ

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: আপনার শেষ ছবিটায় রাস্তা খুঁজে পেলাম না। দুইটা অট্রালিকা আর একটা গাছ দেখা যাচ্ছে।

২| ০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৮

প্রামানিক বলেছেন: চমৎকার ছবি

৩| ০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

রাখালছেলে বলেছেন: কি বলব । সাধারন জীবনের কিছু সাধারন ছবি । তাও ভাল লাগল ।

৪| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৫

ধ্রুবক আলো বলেছেন: দারুন ছবি ব্লগ।

৫| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১১:২৩

আহমেদ জী এস বলেছেন: মনওয়ার ,



ভালো লাগলো এমন একঝলক ......................

৬| ২৪ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: এখন আর ছবি ব্লগ দেন না কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.