নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঠাঁই নাই ঠাঁই নাই ছোটো সে তরী!

মনওয়ার

অবাক হই অনেক কিছুতেই, কিন্তু সবচেয়ে বেশি অবাক হই এই 'পেল ব্লু ডট' (কার্ল সাগান) এর একটা স্পিশিসের অবাক করা সব কীর্তিতে, ভাল হোক আর মন্দই হোক।

মনওয়ার › বিস্তারিত পোস্টঃ

করোনা প্রায়-নির্মূল

২২ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:৪৫

করোনাভাইরাস নিয়ে চীন, তাইওয়ান, ভিয়েতনাম এবং তারপর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যা করলো, এবং তার সাথে তুলনা যখন করছি ইউরোপ, আমেরিকা, ভারত এবং বাংলাদেশের, এতে মনে হচ্ছে ভাইরাসটিকে একেবারে নির্মূল করে দেয়াই ছিল সেরা স্ট্র্যাটেজি। যারা শূন্য শতাংশ থেকে যত দূরে তাদের এই এক্সপোনেনশিয়াল গ্রোথের নিয়ম মেনেই দ্বিতীয় ওয়েভ তত দ্রুত আঘাত করেছে। তাহলে কেন অন্য দেশগুলো এ জিনিসটা করছে না? পারছে না বলে? চীন যদি পারে তাহলে নরওয়ে পারছে না কেন? এগুলো কি তাহলে সমাজব্যবস্থার সাথে জড়িত প্রশ্ন? একটু অদ্ভূতই সেক্ষেত্রে বিশেষত যেখানে জিনিসটি একদম সহজ যে যত আগে ভাইরাস প্রায়-নির্মূল হবে তত আগে সমাজ এবং অর্থনীতি দাড়াতে পারবে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:৫২

আমি সাজিদ বলেছেন: চীনের ডেটা কে বিশ্বাস করে?

২| ২২ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:২৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: চীন এটা করতে পেরেছে তার প্রযুক্তির সাহায্য।প্রতিটা নাগরিকের উপর নজরদারী করার অধিকার সে রাখে কিন্তু গনতান্ত্রিক দেশে এটা সম্ভব না।
প্রায় সকল নাগরিক হাতে একটি ডিভাইস আছে,যার মাধ্যমে নাগরিকের গতিবিধি পর্যবেক্ষন করতে পারে।

৩| ২২ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৩৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: একেবারে নির্মুল করা কি সম্ভব!

৪| ২২ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৪৪

ফয়সাল রকি বলেছেন: চীনের জনগণকে মাস্ক পড়ানোর জন্য ভ্রাম্যমান আদালতকে মাঠে নামতে হয় না, কিংবা স্বাস্থ্যবিধির বিপক্ষে জনগণকে আন্দোলন করতে শোনা যায় না। তাছাড়া সার্স-এর সময় থেকে ওরা যথেষ্ট শিক্ষা নিয়েছে।

৫| ২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:০৬

রাজীব নুর বলেছেন: চীনের মানুষ আইন মেনে চলে। আর আমাদের দেশের মানুষ আইন না মানাটাকেই ফ্যাশন মনে করে।

৬| ২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:২৫

চাঁদগাজী বলেছেন:


ভিয়েতনাম, বাংলাাদেশ, ভারত সামাজিকভাবে একই ধরণের দেশ, ৩টিই ৩য় বিশ্বের দেশ, ৩টিই এশিয়ায়; ভিয়েতনাম ভাইরাসকে থামাতে পেছেছে, বাংলাদেশ ও ভারত পারেনি, আপনি ইহা কিভাবে দেখছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.