নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষ পর্যন্ত লেখাটাই থাকে। টিভি, রেডিও, ওয়েবসাইট, চলচ্চিত্র, মঞ্চ, বিজ্ঞাপণ, ব্লগ - লেখার যতো মাধ্যম সবখানেই লিখতে হবে। পৃথিবী পাল্টে গেছে - এখন আমরা দুহাতের দশ আঙুলেই লিখি।

মুম রহমান

পেশাদার ও নেশাদার লেখক, মাঝে মাঝে কবি

মুম রহমান › বিস্তারিত পোস্টঃ

টুকরো ভাবনা

২২ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১৬





১.

এতো ভিড় পৃথিবীতে

তবুও আমি একা!





২.

মানুষেরও যদি রঙ থাকতো

আর রঙ দেখেই চেনা যেতো!





৩.

কেন একটা গাছ হলাম না আমি?

মৃত শরীর দিয়ে একটা ফার্নিচার হতো দামী!





৪.

দুঃস্বপ্ন থেকে জেগে উঠে দেখি

আমি তেমনি বিছানায় আছি একাকী।





৫.

কাচের ভেতর দিয়ে পুরো পৃথিবীটা দেখে

রঙিন মাছ সারা জীবন এক্যুরিয়ামেই থাকে।





৬.

জমে থাকা কান্নার নাম মেঘ।





৭.

নিজেকেই নানা ভাগে ছড়িয়ে দিয়েছি নানা দিকে

এখন আর সম্পূর্ণ একা বলা যায় কি আমাকে?





৮.

কিভাবে তাড়াবে তাকে

বুকের বাসরে যে স্মৃতি হয়ে থাকে?



৯.

কোথায় পাবো তারে

পথ কি কখনো পেছনে ফেরে?



১০.

আমি মানুষ হয়েছি দীর্ঘ যন্ত্রণার পর

কিন্তু প্রভূ আপনি তো প্রথম দিন থেকে ঈশ্বর।



১১. রাত্রির কান্না স্পর্শ করে না দিনকে

তবু দিবসের আলো মুখ লুকায় রাত্রির বুকে।



১২.

যতোই মানুষ দেখি

ততোই জানোয়ার ভালো লাগে।





১৩. আমি তো পাথর

তবু কেনো ভাঙো না আমাকে?





১৪.

নুন রয়েছে চোখের জলে

নুন রয়েছে ঘামে

আমাকে তুমি ডেকো তবে

‘সমুদ্র’ এই নামে।





১৫

বাগানটা আজ ভরে গেছে নানা রকম ফুলে

দু’পায়েতে মাড়িয়ে যেও একটু সময় পেলে।

গু মধৎফবহ রং ভঁষষ ড়ভ ভষড়বিৎং

চষবধংব ফড় পড়সব ধহফ ধিষশ ড়হ রঃ.



১৬.

এপাশে

শব্দেরা কাঁদছে

একাকী অন্ধকার ঘরে

কবি পায়চারি করে শব্দঘোরে।



১৭.

মাথার

উপরে আকাশ

ফেলে নিয়ত দীর্ঘশ্বাস

নিজের দুঃখে নিজেই ভিজি আজ।



১৮.

চলছে

সুতো অবিরাম Ñ

মাছের ঠোঁটে আটকানো

বড়শিতে সুতো চলে টান টান।







১৯.

রাত্রির

বাসের জানালা

আলোরা দ্রুত ধাবমান Ñ

চলে লুকোচুরি খেলা অবিরাম!







২০.

যায় না

খাঁচার পাখিটা

ছেঁড়ে দিলেও আজ আর Ñ

বন্দী খাঁচা জুড়ে মায়া বাড়ে তার!



২১.

লাশটি

পোকার দখলে

মোবাইলটি তখনও

বাজছে অবিরাম তার টেবিলে।



২২.

সময়

দুর্গন্ধ ছড়ায়

প্রেমিকার মুখেও আজ Ñ

প্রেমের কথাও স্রেফ কারুকাজ।



২৩.

শিশির

ছোট্ট জলকণা,

হৃদয়ের যতো তৃষণা

মিটিয়ে দেয় মুহূর্তের আবেশে।



২৪.

আসলে

গোলাপকে নয়

শেষপর্যন্ত গোলাপের

সুরভীকেই স্মৃতিতে ধরে রাখা।



২৫.

চেয়ো না

কিছুই, তাহলে

যা কিছু পেয়ে যাবে তাই

তোমার চাওয়া পূর্ণ করে দেবে।





কবরেই যাবো আমি

সবাই তো যায়

আগে পিছে সকলেই

একই ঠিকানায়।

দুপাশে চেপে ধরবে মাটি

উপরে নীচে কতো চাপ

খুবলে খাবে মাটি পোকা

শাসনের তরবারি খাপ।



মেনে নেবো, মেনে নিতে হয় সব

নেই, জানি নেই কোন মাপ।



তবু,

তবু খালি থেকে থেকে মনে হয়

কবর আজাবের কালে যদি তোমার মুখ মনে হয়

হয়তো কোন নিরাময় খুঁজে পাবে পাপী এ হৃদয়















মন্তব্য ৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩৬

এসএমফারুক৮৮ বলেছেন: ভাবনা গুলো অনেক সুন্দর ।

২| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪২

টুম্পা মনি বলেছেন: নুন রয়েছে চোখের জলে
নুন রয়েছে ঘামে
আমাকে তুমি ডেকো তবে
‘সমুদ্র’ এই নামে।

সুন্দর :D :D :D

৩| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ২:১২

রোমেন রুমি বলেছেন: নুন রয়েছে চোখের জলে
নুন রয়েছে ঘামে
আমাকে তুমি ডেকো তবে
‘সমুদ্র’ এই নামে

মাথার
উপরে আকাশ
ফেলে নিয়ত দীর্ঘশ্বাস
নিজের দুঃখে নিজেই ভিজি আজ।


সুন্দর!

৪| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০১

মামুন রশিদ বলেছেন: টুকরো কবিতা টুকরো ভাবনা গুলো খুব সুন্দর হৈছে ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.