![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেহের কোথাও অন্তরালে মনের ভেতরইতো মানুষের বসবাস; সুতরাং মৃত্যুটা তো ছোট গল্প বেঁচে থাকাটাই উপন্যাস।তবুও আমরা ছুটছি জীবনের পিছু.।
স্মার্টনেস আর রোমান্টিক ছেলে-মেয়েকে ভালোবাসা যায় কিন্তু তাদের ভালোবাসা খুব কমই একজনকে নিয়ে ভাবা যায়৷
পার্কে বা টি এস সির মত নিরিবিলি জায়গাতে দু'জন মানুষ ,হাতে হাত রেখে আজীবন পাশে থাকার প্রতিশ্রুতি করা যায় ,তবে খুবই কম তাদের সাথে সংসার করতে দেখা যায় ৷
আবেগে পরে অনেক কিছুকে হ্যাঁ বলা যায় বাস্তবতায় এসে দ্রুত বদলে যায় ৷
শহরের জীবনটা আলোর ঝলকানিতে খুবই চাকচিক্য দেখা যায় কিন্তু মানুষগুলো পুরোই যান্ত্রিকতায় তৈরি হয়ে যায় যা গ্রামের সহজ সরল মানুষগুলোকে একেবারেই হার মানায় ৷
রেস্টুরেন্ট বসে বসে হরেক রকমের মেনু অর্ডার করা যায় কিন্ত পাকস্থলির তৃপ্তিতো ঘরের খাবারেই পাওয়া যায় ৷
টি-শার্ট আর ফতুয়া পরা মেয়েকে I Love you বলা যায়... কানে কানে ' আমি তোমাকে ভালোবাসি ' বলা যায়না।
সত্য সবাইকেই বলা যায় কিন্তু সত্যকে মিথ্যা বানিয়ে সবাইকে খুব কম মানুষকেই বিশ্বাস করানো যায় ৷
রাতে ঘুমের মাঝে হাজারও স্বপ্ন দেখা যায় কিন্ত আসল স্বপ্নতো মনে লালন-পালন ঘুমের পূর্বেই করা যায় ৷
ধনীর দুলালিদের কেএফসি আর ফিজ্জা হাটেলে মানায়, মতিন মামার টংগে এদের নিয়ে বসা যায়না।
আউটিং বা ডেটিং করা গেলেও, ক্লান্ত হয়ে আস্তে করে আঙুল ধরে কিলোর পর কিলো এদের হাত ধরে হাঁটা যায় না..................
হৃদয়হীনদের কাছে খুব সহজেই মানুষকে ঘৃনা করার কবিতা ছন্দ পাওয়া যায় কিন্ত মধ্যরাতে কবিতার নেশা জাগলে কল দিয়ে কবিতা শোনা দূরের থাক এদের কন্ঠ'ই শোনা যায়না.......
হুটহাট করে ফতুয়া, টি-শার্ট পরা মেয়ে মানুষের হাত ধরা যায়...কিন্তু শাড়ী পরা মেয়ের হাত ধরতে অধিকার লাগে, ভালোবাসা লাগে,বিশ্বাস লাগে ৷
কুটির বুদ্ধি মানুষটিকে ভালোবাসা যায় কিন্ত নিজের মত গড়ে নেওয়া যায়না যা সরল সহজ মানুষটি হাজারভাবে নিজের মত গড়ে নেওয়া যায় না ৷
প্রতারক বা বিশ্বাসঘাতককে ভালোবাসা যায় কিন্ত তাদের আজীবন মনে রাখা গেলেও বরং আজীবন ভালবাসা যায় না ৷
ভালোবাসতে হলে মানুষ খোঁজে রূপ,অর্থ ,যোগ্যতা কিন্ত মন খুঁজেনা বলেই তিনটার মূল্যই থাকেনা বিধায় এক সময়ে ভালোবাসাটাই হারিয়ে যায় ৷
পরিবেশেষে বলা বাহুল্য ভালোবাসতে এত শতো নিয়ম মানে না হুটহাট করেই নিজেকে ভালোবাসায় আবদ্ধ করে ফেলা যায় যদি হয়ে যায় মনের টেলিপ্যাথি ৷
©somewhere in net ltd.