![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মুনকির নাঈম। শৈশব থেকেই সাহিত্য ও জ্ঞানোর্জনে আসক্তি। শুধুমাত্র নির্দিষ্ট কোন বিষয়ের উপর বিশেষায়িত হওয়ার চেয়ে অনেক কিছুর উপরই সাম্যক ধারণা লাভে গুরুত্বারোপ করি। ভিন্ন নিকে সামুতে ব্লগিং করছি ২০১০ থেকে। প্রকৃত পরিচয়ে আপনাদের সামনে আবির্ভূত হয়েছি নিজের একান্ত অনুভূতিগুলো তুলে ধরার জন্য। পড়াশোনা করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এর উপর। ভালবাসি ভ্রমণ,আড্ডা, সংগীত, কলা ,প্রযুক্তি, স্বেচ্ছাসেবাদান এবং সর্বোপরি জীবনকে উপভোগ করা। ঘৃণা করি ভণ্ডামি এবং ভণ্ডদের। আমি খুব প্রাণবন্ত উচ্ছল একজন মানুষ যে কিনা বিষণ্ণতার চাদরে সর্বদা নিজেতে অবগুণ্ঠিত থাকে। ধন্যবাদ এবং আপনাদের জন্য শুভকামনা।
আমাদের সবার মোবাইলের কল লিস্ট আমাদের মোবাইল ফোনেই থাকে । কিন্তু সাধারন মানের মোবাইল ফোনে প্রতিটি কলের ডিউরেশন থাকে না । আবার মোবাইল সেটে সিম চেঞ্জ করলে কল লিস্ট মুছে যায়। তখন সিমে পূর্ববর্তী ইনকামিং আউটগোয়িং কল লগ দেখা যায় না । এ সমস্যার সমাধানে আপনার ব্যবহৃত অপারেটরের ওয়েবসাইটে গিয়ে একটি একাউন্ট খুলে নিতে হবে । তাহলেই যে কোন সময় দেখে নিতে পারবেন আপনার মোবাইলের ইনকামিং আউটগোয়িং কল লিস্ট,কলের ডিউরেশন, সর্বশেষ রিচার্জগুলো, কারেন্ট ব্যলেন্স ইত্যাদি প্রয়োজনীয় তথ্য ।
বাংলালিংক :
এই লিঙ্কটিতে ক্লিক করে আপনার বাংলালিংক মোবাইল সংযোগের একাউন্ট তৈরি করে নিন । একাউন্ট তৈরির সময় অবশ্যই আপনার সিমটিতে মেয়াদ থাকতে হবে । কোন রেজিস্ট্রেশন ফি লাগবে না । এমনকি এসএমএস চার্জও নিবে না । রেজিস্ট্রেশন করার প্রসিডিউর পেজটিতে গেলেই দেখতে পাবেন । রেজিস্ট্রেশন করার সময় সিম থেকে এসএমএস করে একটি কোড পেতে হবে যা দিয়ে আপনি একাউন্ট ক্রিয়েট করবেন । সিমটি আপনার হাতে না থেকে যদি অন্য কেউ ব্যবহার করতে থাকে (ধরুন আপনি বাংলাদেশের বাইরে থাকেন আর আপনার সিমটি এদেশে কেউ ব্যবহার করে ) তবুও সমস্যা নেই । তাকে এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে কোডটি আপনাকে জানাতে বলবেন । উক্ত কোড দিয়ে একাউন্ট ক্রিয়েট করে লগ ইন করার পর আপনি চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন । সেক্ষেত্রে ওই কোড দিয়ে আর কেউ উক্ত নাম্বারটির একাউন্টে লগ ইন করতে পারবে না। আপনার পরিবর্তীত পাসওয়ার্ড দিয়েই কেবল লগইন করতে হবে । আর একাউন্ট তৈরির পর তা থেকে কি কি সুবিধা পাবেন তা নিজেই ঘাঁটাঘাঁটি করে বুঝে নিয়েন ।
ভাল থাকবেন এবং পরবর্তী পর্বে অন্যান্য অপারেটরের রেজিস্ট্রেশন পদ্ধতি নিয়ে আবার আসব আপনাদের কাছে ।
**একটি অনুরোধ : নিজের ব্যবহৃত সিম ছাড়া অন্য কারো সিম থেকে ধোঁকার মাধ্যমে একাউন্ট ব্যবহার করে তার প্রাইভেসি নষ্ট করবেন না । তা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে ।
পর্ব ২
লেখকের অন্যান্য পোস্ট :
#দু মুহূর্তের অনুভূতি (ছোট গল্প )
#জীবন কড়চা (নিবন্ধ)
#মানুষ কেন ভালবাসে? /প্রেমাখ্যান (নিবন্ধ)
#ভালবাসায় ঠগবাজি এবং প্রাচ্য ভাবনা (নিবন্ধ)
২৬ শে নভেম্বর, ২০১২ রাত ৯:৫৬
মুনকির নাঈম সানি বলেছেন: সামনের পর্বে আসছে । ব্লগে দৃষ্টি রাখুন ।
ধন্যবাদ ।
২| ২৬ শে নভেম্বর, ২০১২ রাত ৯:৪৬
মেহেদী হাসান মানিক বলেছেন: জিপি এয়ারটেল বাংলালিংক এই তিন অপারেটরে করা যায়
৩| ২৬ শে নভেম্বর, ২০১২ রাত ৯:৫২
মাক্স বলেছেন: জিপিতে কেমনে করে?
২৬ শে নভেম্বর, ২০১২ রাত ৯:৫৬
মুনকির নাঈম সানি বলেছেন: সামনের পর্বে আসছে । ব্লগে দৃষ্টি রাখুন ।
ধন্যবাদ ।
৪| ২৬ শে নভেম্বর, ২০১২ রাত ৯:৫৫
ইকরাম বাপ্পী বলেছেন: জিপি তে এই সুবিধা আরো কার্যকর .... প্রতিবার লগ ইন করলে মোবাইলে সেশান সিকিউরুটি কোড দেবে ... সেটা কেবিল সেবারই কাজ করবে .... আমার কাছে সেটা মাঝে মাঝে ঝামেলার মনে হিয় আবার মাঝে মাঝে তা ভালোই মনে হয় . . .
২৬ শে নভেম্বর, ২০১২ রাত ১০:০১
মুনকির নাঈম সানি বলেছেন: এটা ছাগলামি । কারণ সিম চুরি হয়ে গেলে আপনি আর দেখতে পারছেন না কে ইউজ করে কোন কোন নাম্বারে কথা বলছে । সেটসহ চুরি হলে কল লিস্ট দেখার মাধ্যমেই চোর ধরার ব্যবস্থা সুগম হবে যা জিপিতে সম্ভব হবে না ।
৫| ২৬ শে নভেম্বর, ২০১২ রাত ৯:৫৬
আরমান আরাফাত বলেছেন: robi te kivabe korbo?
৬| ২৬ শে নভেম্বর, ২০১২ রাত ১০:০০
কেএসরথি বলেছেন: পরের পর্ব চাই!
২৬ শে নভেম্বর, ২০১২ রাত ১০:০৬
মুনকির নাঈম সানি বলেছেন: আসছে । ব্লগে দৃষ্টি রাখুন ।
ধন্যবাদ ।
৭| ২৬ শে নভেম্বর, ২০১২ রাত ১০:০৩
মেহেদী হাসান মানিক বলেছেন: সমস্যা কি ভাই ইমেইল কনাফার্মেশন করে রাখলেই হয়।
৮| ২৭ শে নভেম্বর, ২০১২ রাত ১২:৪৪
দি সুফি বলেছেন: লেখক বলেছেন: এটা ছাগলামি । কারণ সিম চুরি হয়ে গেলে আপনি আর দেখতে পারছেন না কে ইউজ করে কোন কোন নাম্বারে কথা বলছে । সেটসহ চুরি হলে কল লিস্ট দেখার মাধ্যমেই চোর ধরার ব্যবস্থা সুগম হবে যা জিপিতে সম্ভব হবে না ।
সিম রিপ্লেস করলেই দেখতে পারবেন কয়টা নাম্বারে কল দিছে। সেট চুরি হলে, সবার আগে উচিত কাস্টমার কেয়ারে ফোন করে সিম বন্ধ করা।
২৭ শে নভেম্বর, ২০১২ রাত ১২:৫৭
মুনকির নাঈম সানি বলেছেন: যদি দামি সেটসহ চুরি হয় সেক্ষেত্রে সিমটি রিপ্লেস না করে চালু রাখতে দিলে তাকে ধরার সম্ভাবনা বাড়ে । আমার ৪ বছর আগে দুটো দামি সেট ঘর থেকে চুরি হয়েছিল । তখন কল লিস্ট দেখা যেত না । যদি থাকত তবে সে আমার সিমের ব্যলেন্স থাকা পর্যন্ত কার কার নাম্বারে ফোন করেছে তা দেখতে পারলে চোরকে ধরার সম্ভাবনা বাড়ত এবং আমি নাম্বারটা রিপ্লেস না করে আরও ব্যলেন্স ফ্লেক্সিলোড করে দিতাম যাতে সে আরও কিছু নাম্বারে ফোন দিয়ে বসে । তার করা ফোনগুলোর মাঝে অবশ্যই ২-১ তা নাম্বারে বেশি ফোন করা হত এবং সেই নাম্বারগুলোকেই টার্গেট করে আগালে চোরকে পাওয়ার সম্ভাবনা বাড়ত । তো আপনিই বলুন সাথে সাথে সিম রিপ্লেস করাটা কি ঠিক হবে নাকি সিমতা ইউজ করতে দিয়ে আড়াল থেকে পর্যবেক্ষণ করাটা ঠিক হবে ? জিপিতে সিম রিপ্লেস না করলে আর লগইন করা যাবে না ,আবার রিপ্লেস করে ফেললে সোর্স হারিয়ে গেল ।
৯| ২৭ শে নভেম্বর, ২০১২ রাত ১২:৪৭
দি সুফি বলেছেন: আরেকটা কথাঃ জিপিতে কল লিস্ট দেখার জন্য সেশান সিকিউরিটি কোড লাগে না। কোনো নতুন সার্ভিস অ্যাড বা এডিট করতে (যেমনঃ মিস্ড কল এলার্ট অন/অফ, কলার টিউন সেট করা, ইন্টারনেট চালু করা অথবা প্যাকেজ পরিবর্তন, এফএনএফ চালু বা পরিবর্তন ইত্যাদি) হলে সেশান সিকিউরিটি কোড দরকার। যেটা অনেক বেশি কার্যকর।
২৭ শে নভেম্বর, ২০১২ রাত ১:০২
মুনকির নাঈম সানি বলেছেন: জিপিতে প্রতিবার লগইন করতে সেশনাল কোড লাগে কিনা তা আমি বলি নি ,ইকরাম বাপ্পী বলেছেন । আমার জিপি সিম থাকলেও তা দিয়ে একাউন্ট খুলি নি কারণ সিমটা রেগুলার ইউজ করি না। বাংলালিংক আর ওয়ারিদ রেগুলার ইউজ করি তাই ওগুলোর ই- পোর্টাল স্ট্যাটাস সম্পর্কে স্বচ্ছ ধারনা আছে । ইকরাম বাপ্পীর কথার জবাবেই প্রতিমন্তব্য করেছিলাম ।
কোনো নতুন সার্ভিস অ্যাড বা এডিট করতে (যেমনঃ মিস্ড কল এলার্ট অন/অফ, কলার টিউন সেট করা, ইন্টারনেট চালু করা অথবা প্যাকেজ পরিবর্তন, এফএনএফ চালু বা পরিবর্তন ইত্যাদি) হলে সেশান সিকিউরিটি কোড দরকার। যেটা অনেক বেশি কার্যকর। - দ্যাটস গুড ।
১০| ২৭ শে নভেম্বর, ২০১২ রাত ১:০২
নিয়েল ( হিমু ) বলেছেন: :-< :-< :-< :-<
২৭ শে নভেম্বর, ২০১২ রাত ১:০৪
মুনকির নাঈম সানি বলেছেন:
১১| ২৭ শে নভেম্বর, ২০১২ রাত ১:৫১
দি সুফি বলেছেন: তো আপনিই বলুন সাথে সাথে সিম রিপ্লেস করাটা কি ঠিক হবে নাকি সিমতা ইউজ করতে দিয়ে আড়াল থেকে পর্যবেক্ষণ করাটা ঠিক হবে ?
ভাই একমত না। এর দ্বারা বিপদও হতে পারে। মনে করেন ঐ কুলাঙ্গারটা কাউকে আপনার সিম দিয়ে ফোন করে হত্যার হুমি দিলো, বা চাদা চাইল। তাহলে বিপদে কিন্তু আপনি পরবেন।
জিএসএম ট্রাকার দিয়ে খুজে দেখা যেতে পারে। তবে আমাদের দূর্ভাগ্য, আমরা এমন এক দেশে থাকি যেখানে পুলিশ নিজেই চোর (হালারা আমার কম্পিউটারের র্যাম চুরি করছিল )।
২৭ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:০৪
মুনকির নাঈম সানি বলেছেন: হুম...বিপদের সম্ভাবনা তো আছেই । কেউ যদি ঝুঁকি নিতে চায় তবেই সিমতা ইউজ করতে দিয়ে আড়াল থেকে পর্যবেক্ষণ করার ব্যপার আসে । আর পুলিশ সম্পর্কে কি বলবো । আপনার তো র্যম চুরি করসিল আর আমার বিরুদ্ধে করা একটা মিথ্যে মামলায় আমাকে বাসা থেকে ধরে নিয়ে যাওয়ার সময় অপ্রাসঙ্গিকভাবে আমার ল্যপটপটা নিসিল যাতে মামলায় আমি আটকে গেলে আমার ল্যপটপ খায়া দিতে পারে । পুলিশ হল লাইসেন্সধারী সন্ত্রাসী ।
১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
ইকরাম বাপ্পী বলেছেন: আপনার অবস্থা দেখে মজা পাইলাম...... সিম চুরি হইচে আর আপনে সেটা বন্ধ না করে টাকা ফ্লেক্সি করে দেবেন? হা হা হা... মোবাইলের IMEI নাম্বার বলে একটা জিনিস আছে জানা আছে মনে হয়...... ? সেই নাম্বার দিয়ে এখন অনেকের সেটই ট্রাক করে সেই চোরকে ধরা যাচ্ছে...... আবার আপনার নিজের সিমের পরিচয় দেখাতে পারলে সেই নাম্বারের বিগত ৩০দিনের কললিস্ট পাওয়া যায়......
আর দি সুফিকে বলছি...... হ্যা নেট থেকে কল লিস্ট দেখতে গেলে সেশান কোড দিতে হয় না...... কিন্তু আপনি লগিন করলেই যে কোডটা আপনার মোবাইলে চলে যাবে সেটাতো চোরের কাছেই যাবে......
১৩| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৩
শরতের কাঁশফুল বলেছেন: । পুলিশ হল
লাইসেন্সধারী সন্ত্রাসী ।
খাটি কথা!!!!!!
১৪| ১৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০৬
ওয়াজোদ বলেছেন: এটাতে উপকার ও অপকার দুটোই হতে পারে । নিজে সাবধানে হয়ে ব্যাবহার করলে সমস্যা হবেনা হলে আমার মনে হয় । ধন্যবাদ । techtipsbn
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১২ রাত ৯:৩৭
আতিকুল০৭৮৪ বলেছেন: gp walara ki korbo bhai