![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মুনকির নাঈম। শৈশব থেকেই সাহিত্য ও জ্ঞানোর্জনে আসক্তি। শুধুমাত্র নির্দিষ্ট কোন বিষয়ের উপর বিশেষায়িত হওয়ার চেয়ে অনেক কিছুর উপরই সাম্যক ধারণা লাভে গুরুত্বারোপ করি। ভিন্ন নিকে সামুতে ব্লগিং করছি ২০১০ থেকে। প্রকৃত পরিচয়ে আপনাদের সামনে আবির্ভূত হয়েছি নিজের একান্ত অনুভূতিগুলো তুলে ধরার জন্য। পড়াশোনা করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এর উপর। ভালবাসি ভ্রমণ,আড্ডা, সংগীত, কলা ,প্রযুক্তি, স্বেচ্ছাসেবাদান এবং সর্বোপরি জীবনকে উপভোগ করা। ঘৃণা করি ভণ্ডামি এবং ভণ্ডদের। আমি খুব প্রাণবন্ত উচ্ছল একজন মানুষ যে কিনা বিষণ্ণতার চাদরে সর্বদা নিজেতে অবগুণ্ঠিত থাকে। ধন্যবাদ এবং আপনাদের জন্য শুভকামনা।
আইসক্রিম পার্লারের ডেকোরেটেড আইসক্রিমের ফ্যান আমি । এক বসায় বেশি খাওয়ার অভ্যাস থাকায় দোকান থেকে অল্প পরিমাণের প্যাকেট আইসক্রিম খেলে মন ভরে না । আবার লিটার আইসক্রিমগুলো ডেকোরেশন করা থাকে না । তাই আমার মত আইসক্রিম লাভার বিগ মাউথদের জন্য পার্লারই ভরসা । আজকে রিভিউ দিলাম , পার্লার নয় কিন্তু পার্লার স্টাইলের আইসক্রিম পাওয়া যায় এমন একটি ক্যাফের ।
#প্লেস : Yummy Yummy
#আইটেম : গোল্ডেন টাওয়ার ( ডেকোরেটেড আইসক্রীম )
#এনভায়রনমেন্ট : ৬.৫/১০ । (according to Dhanmondi 27 + Bijoy shoroni branch) ছোট পরিসর থাকে । সিটে গদি থাকে না, শক্ত চেয়ারে বেশিক্ষণ বসে আড্ডা মারতে ভাল লাগে না ।
#প্রাইস : ৭/১০ । ১৮০ টাকা প্রতি বাটি । ১৫০ হলে ঠিক হত । ১০০ হলে অন্নেক ভাল্লাগতো
#কোয়ান্টিটি : ৯/১০ । যথেষ্ট । তিন স্কুপের মত থাকে । এর চেয়ে বেশি একবারে খেলে টনসিলের প্রবলেম হয়ার সম্ভাবনা থাকে ।
#টেস্ট : ৭.৫/১০ । ভালই । তবে মুভ এন পিকের কাছে তো বাচ্চাও না । তাই পার স্কুপ ১৫০ টাকার মুভ এন পিকের সাথে তুলনা করে টেস্ট রেটিং করা উচিৎ না ।
#ব্যবহার : ৭/১০ । ভালই । খারাপও না , অমায়িক ভালও না । বেয়াদবি করে না । ধানমন্ডি ২৭ এর চেয়ে বিজয় সরণীর ব্যবহার বেশি ভাল ।
#সার্ভিস : ৮/১০ । সেলফ সার্ভিস । তবুও টিপস্ এর আশায় মালদার লুকের কাউকে দেখলে ওয়েটার সার্ভিস দেয় । খাটানো যায় । টিপস্ না দিলে মুখ কালা করে না
এটি একটি মিড ক্লাস ক্যাফে । আইটেমটি রিকমেন্ড করার জন্য আহামরি কিছু না তবে ক্রিম এন্ড ফাজ, মুভ এন পিকের প্রাইসের তুলনায় কোয়ান্টিটি আর টেস্টের কম্পেয়ার করলে ভালই বলতে হয় । খ্রাপ না । ক্রিম এন্ড ফাজ, মুভ এন পিকে এই পরিমাণ আর ডেকোরেশন নিতে গেলে ৫০০-৬০০+ পরবে । ইগলুর পারলারের পরই কমের মধ্যে ভালো ।
.
-- ফেসবুকে আমি : মুনকির নাঈম সানি
-------------------------------------------------
আরও ফুড রিভিউ দেখতে ক্লিক করুন > L̶i̶k̶e̶ Love to eat
লেখনী ও লেখনীর স্বত্বাধিকার : মুনকির নাঈম সানি
সৃজিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০১৭
*লেখকের অনুমতি ব্যতীত লেখার কোন প্রকার অংশ গ্রহণ এবং প্রকাশ করা যাবে না ।
----------------------------------------------------------------------------------------------------------
লেখকের অন্যান্য পোস্ট :
#দু মুহূর্তের অনুভূতি (ছোট গল্প )
#মানুষ কেন ভালবাসে? /প্রেমাখ্যান (নিবন্ধ)
#কর্তৃত্ববাদীর স্বরূপ : জানুন, চিনুন, নিজেকে রক্ষা করুন (নিবন্ধ)
#জীবন কড়চা (নিবন্ধ)
#ভালবাসায় ঠগবাজি এবং প্রাচ্য ভাবনা (নিবন্ধ)
২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৯
মুনকির নাঈম সানি বলেছেন: হা হা হা .... যথার্থ বলেছেন । তবে এই আইটেমটি কিন্তু সাধ্যের মধ্যে ।
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৭
ধ্রুবক আলো বলেছেন: ফুড রিভিউ হইলো হতাশার পোষ্ট শুধু দেখে গেলাম খেতে পারলাম না
