নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমারেই চিনি না...চিনিবার জন্য ঘুরছি--- দ্বারে দ্বারে---

একটা আটপৌরে ঘরোয়া সাদামাঠা প্রেমের কবিতা লিখতে চাই

মুনসী১৬১২

অসুর দিয়ে অসুর দমন সেই অসুরই গাড়ে আসন

মুনসী১৬১২ › বিস্তারিত পোস্টঃ

আয়না নিজের চেহারা দেখি না কখনো-

০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮

সুরা নং ২৪ সূরা আন-নূর আয়াত নং ৩০

"মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন।"



সুরা নং ২৪ সূরা আন-নূর আয়াত নং ৩১



"ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাযত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত বাঁদী, যৌনকামনামুক্ত পুরুষ, ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে।

মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা কর, যাতে তোমরা সফলকাম হও। "



(মেলবর্ন ভাইয়ের কমেন্ট থেকে কপি......



কুরআন বলে আগে ছেলে পরে মেয়ে..........আর আমরা উল্টিয়ে নিয়েছি........



.............

আয়না নিজের চেহারা দেখি না কখনো...................







...........



আপ ভালা তো জগৎ ভালা..................





..............



অন্যকে চিনি খাওয়া নিষেধ করার আগে হযরত মুহাম্মদ (সাঃ) ১/২ সপ্তাহ সময় নিয়েছিলেন আগে নিজে এই অভ্যাস ছাড়ার জন্য..তাই





আগে নিজে শুধরাই তারপর.....বোনদের বলা যাবে.............







তবে স্বাধীনতা মানেই উচ্ছৃঙ্খলতা নয়.........সঙ্গে উগ্রতা পরিত্যাজ্য









বর্তমান পরিস্থিতি অনেকটা নজরুলের কবিতর মতো



- হিন্দু না ওরা মুসলিম ঐ জিজ্ঞাসে কোনজন,

কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মা'র



......



দেশ যায় রসাতলে বোন যায় ভাগাড়ে

আমরা রয়েছি পড়ে পোশাকের আড়ালে..................





লজ্জা এ পুরুষ জন্ম কোথা রাখি লুকে







মন্তব্য ৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০

অপর্না হালদার বলেছেন: দেশ যায় রসাতলে বোন যায় ভাগাড়ে
আমরা রয়েছি পড়ে পোশাকের আড়ালে..................



শুভ কামনা রইল আপনার প্রতি ।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

কাকচক্ষু বলেছেন: কাকরা নাকি আইনা চুরি করে। এটা মিথ্যা কথা । কাকরা জানে তাদের চেহার সুন্দর।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

রুদ্রনীল আর নীলকষ্ট বলেছেন: দেশ যায় রসাতলে বোন যায় ভাগাড়ে
আমরা রয়েছি পড়ে পোশাকের আড়ালে..................


লজ্জা এ পুরুষ জন্ম কোথা রাখি লুকিয়ে।

ভালো বলেছেন। ++++++++++++++++++

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

অপূর্ণ রায়হান বলেছেন: সল্প কথায় গুছিয়ে অনেক সুন্দর লিখেছেন ভাই +++++++


ভালো থাকবেন সবসময় ।
'' ধর্ষকদের জন্য একটাই আইন চাই , ৯০ দিনের মধ্যে ফাঁসী চাই । যাবজ্জীবন কিংবা জরিমানা নয় । কোন প্রকার ক্ষমা / বিশেষ ক্ষমা / সাধারণ ক্ষমা নয় । ''
আসুন আমরা প্রতিবাদ করি ভার্চুয়ালি কিংবা রাজপথে ,শান্তিপূর্ণভাবে।
ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.