নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমারেই চিনি না...চিনিবার জন্য ঘুরছি--- দ্বারে দ্বারে---

একটা আটপৌরে ঘরোয়া সাদামাঠা প্রেমের কবিতা লিখতে চাই

মুনসী১৬১২

অসুর দিয়ে অসুর দমন সেই অসুরই গাড়ে আসন

মুনসী১৬১২ › বিস্তারিত পোস্টঃ

হা হা হা-----লিপস্টিকে বুদ্ধি কমে---- তাই তো বলি- :D:D:D:D

১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯





কপি ফরম বিডি নিউজ







লিপস্টিকে ক্ষতিকারক সীসা থাকায় তা ব্যবহারে বুদ্ধিমত্তা কমে যাওয়াসহ আচরণ ও শিক্ষণ দক্ষতায় ব্যাঘাত ঘটতে পারে বলেই অভিমত যুক্তরাষ্ট্রের গবেষকদের। নমুনা হিসাবে নেয়া লিপস্টিকগুলোর ৫৫ শতাংশেই সীসার উপস্থিতি পাওয়া গেছে গবেষণায়।



লিপস্টিকে ক্ষতিকারক সীসা থাকায় তা ব্যবহারকারীর বুদ্ধিমত্তা, আচরণ ও শিক্ষণ দক্ষতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা।



নমুনা হিসাবে নেয়া ২২টি ব্র্যান্ডের লিপস্টিক এবং লিপ গ্লস পরীক্ষা-নিরীক্ষায় এর ১২ টি অর্থাৎ, ৫৫ শতাংশেই সীসার উপস্থিতি পাওয়া গেছে।এ সীসা খুব কম মাত্রার হলেও গবেষকরা বলছেন, সামান্য সীসাও স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।



বোস্টন সীসা বিষক্রিয়া প্রতিরোধ কর্মসূচি’র চিকিৎসা বিষয়ক পরিচালক ডা. সিন পালফ্রে সতর্ক করে বলেছেন, সামান্য সীসাও জটিল স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে এবং মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।



বিশেষত, গর্ভবতী নারীদের ক্ষেত্রে লিপস্টিক থেকে অনাগত সন্তানের দেহে সীসার ক্ষতিকর প্রভাব পড়ারও ঝুঁকি আছে বলে জানানো হয়েছে পিটিআই এর খবরে।



ব্যক্তিগত প্রসাধনী পণ্য পরিষদের প্রধান বিজ্ঞানী হালিনা ব্রেসলয়েক বলেছেন, “আপনি যদি জনস্বাস্থ্যে সীসার প্রভাব সম্পর্কে সচেতন হন, তাহলে আপনি লিপস্টিকের দিকে তাকাবেন না।”



তবে জেনেশুনে লিপস্টিকে সীসা ব্যবহার করা হয়না, বরং প্রসাধনটির রঙের জন্য ব্যবহৃত বিভিন্ন রঞ্জকে সীসা থাকে বলে জানিয়েছেন গবেষকরা।



গবেষণায় ৫৫ শতাংশ লিপস্টিকে সীসার উপস্থিতি পাওয়া গেছে।





............



হা হা হা :P:P:P:P:P:P

মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৮

লোনলিফাইটার বলেছেন: ;) ;) B-)) :Pলিপস্টিক খাওনের মজাই আলদা B-)

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৯

মুনসী১৬১২ বলেছেন: ;) ;) B-)):P

২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩

নীলঞ্জন বলেছেন: হায় হায়!! কবিতার বদলে লিপস্টিক পোস্ট!!

শুভ কামনা।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

মুনসী১৬১২ বলেছেন: :P :P :P

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ছবিতে যে রকম লিপস্টিক দেয়া, এরকম হলে তো সমস্যা ই হবে।
চকলেটের মত জিহবা দিয়ে মুখে টেনে নেয়া ছাড়া উপায় নাই :)

ভালোই হলো।
কাপল দের মধ্যে ছেলে রা খরচ একটু হলে ও বাঁচিয়ে ফেলবে।।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

মুনসী১৬১২ বলেছেন: ঠিক ঠিক

৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৬

নিশাচর ভবঘুরে বলেছেন: হা হা হা। কবিরা রসিক বটে! ঠোঁট নিয়ে যত ভাবনা ;)

২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯

মুনসী১৬১২ বলেছেন: ;) ;)

৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৯

নোমান নমি বলেছেন: খবরটা আনন্দের নাকি দুখের বুঝতেছি না :(

২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০

মুনসী১৬১২ বলেছেন: হা হা আনন্দের তবে ওপরের সূত্র মতে (লোনলিফাইটার) আবার দুঃখের

৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১

সায়েম মুন বলেছেন: কি কমু বুঝতেছিনা। তবে আমাদের নায়ক শাকিব খানকে এ ব্যাপারে সতর্ক করা যেতে পারে।

২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০

মুনসী১৬১২ বলেছেন: হা হা হা

৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: নোমান নমি বলেছেন: খবরটা আনন্দের নাকি দুখের বুঝতেছি না :(

আমিও বুঝবার লাগছি :-< :-< :-<

৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

রাতুল_শাহ বলেছেন: নোমান নমি বলেছেন: খবরটা আনন্দের নাকি দুখের বুঝতেছি না


আমিও বুঝতেছি না। ফিফটি ফিফটি জিনিস মজার না।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৯

মুনসী১৬১২ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.