![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসুর দিয়ে অসুর দমন সেই অসুরই গাড়ে আসন
এতোদিনে আমার ধারণার পক্ষে সে নিজেই সাক্ষি দিলো
....................
২০ বছরেরও বেশি অভিনয় ক্যারিয়ারে বহু চরিত্রে অভিনয় করলেও অ্যাকশন ছবিতে অভিনয় করার খুব একটা সাহস দেখাননি বলিউড বাদশা শাহরুখ খান। তার অ্যাকশন ছবির সংখ্যা খুবই নগণ্য। দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গের পাগল প্রেমিক রাজ থেকে কলেজ বয় রাহুল হয়ে হকি কোচ কবির খানের মতো চরিত্রগুলোতে বেশি মানিয়েছেন তিনি।
অ্যাকশন চরিত্রে অভিনয় করার কথা তিনি সহজে মাথায় আনতে চান না। এতদিনে কারণটা জানালেন নিজেই। শাহরুখ মনে করেন তিনি একটু মেয়েলি। তাই কোনো দিনই নিজ থেকে অ্যাকশন চরিত্রে অভিনয় করতে চাননি শাহরুখ।
এখানে পেলাম
মুম্বাইয়ে একটি সাংবাদিক সম্মেলনে শাহরুখ নিজের মুখেই বলেন এ কথা। সঙ্গে এও জানান যে, ৪৭ বছর বয়সেও তিনি একজন অসাধারণ প্রেমিক। তবে ভার্জিন নন (আই অ্যাম আ ফ্যান্টাসটিক লাভার অ্যাট ফর্টি সেভেন অ্যান্ড নট আ ভার্জিন)!
২| ১৮ ই জুন, ২০১৩ সকাল ১০:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
৩| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৬
মাহাবুব১৯৭৪ বলেছেন: হকি কোচ হিসাবে তাকে খুব ভালো লেগেছে। সিনেমা খুব কম দেখা হয়। তবে এই "চাক দে ইন্ডিয়া" বেশ কয়েকবার দেখেছি।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৩ রাত ৮:৪২
অপূর্ণ রায়হান বলেছেন: