![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসুর দিয়ে অসুর দমন সেই অসুরই গাড়ে আসন
........ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলেছন, সবচেয়ে বড় অপারেটর গ্রামীণফোনের লাইসেন্স জটিলতার কারণে তারা ব্যবসা বিস্তৃত করতে স্বস্তিবোধ করছে না। এমনকি বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে তারা প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে চলে যাচ্ছে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।
বিটিআরসির চেয়ারম্যান বলেন, সরকার এ নিলামের মাধ্যমে একটি বড় অঙ্কের রাজস্ব আহরণের আশা করছে। সে ক্ষেত্রে গ্রামীণফোন এ নিলামে অংশ না নিলে বড় ধরনের রাজস্ব থেকে সরকার বঞ্চিত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
সোর্স : সমকালের আজকের রিপোর্ট
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:০৮
একাকী বালক বলেছেন: দালালীর কিছু নাই। লাইসেন্স নিয়া যেই গিট্টু লাগছে তাতে উনি ঠিকই বলছে। আর থ্রিজি লাইসেন্সের গিট্টু তো আছেই। সুনীল কান্তি বোস খুব বুদ্ধিমান এবং উনি ভালমতই জানেন জি.পি অংশ না নিলে দেশের লস।
দেখেন উনি কি বলছেন "থ্রিজি লাইসেন্সের নিলাম বারবার পেছানোর প্রসঙ্গ উল্লেখ করে বিটিআরসির চেয়ারম্যান বলেন, এনবিআর থেকে প্রয়োজনীয় পরিপত্র এখনও জারি করা হয়নি। যদিও সরকার এ নিলামের মাধ্যমে একটি বড় অঙ্কের রাজস্ব আহরণের আশা করছে। সে ক্ষেত্রে গ্রামীণফোন এ নিলামে অংশ না নিলে বড় ধরনের রাজস্ব থেকে সরকার বঞ্চিত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। "
দেশের দালালী করেন বলেই উনি এইটা বলছে।