নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমারেই চিনি না...চিনিবার জন্য ঘুরছি--- দ্বারে দ্বারে---

একটা আটপৌরে ঘরোয়া সাদামাঠা প্রেমের কবিতা লিখতে চাই

মুনসী১৬১২

অসুর দিয়ে অসুর দমন সেই অসুরই গাড়ে আসন

মুনসী১৬১২ › বিস্তারিত পোস্টঃ

ইহা কিসের আলামত... উত্তরের কোনো ইশারা...

১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০২

......নির্বাচনকালীন সরকার নিয়ে সরকারি দল ও বিরোধী দলের বিপরীত অবস্থানে উদ্বেগ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত একদল কর্মকর্তা

বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল ফখরুল আজমের নেতৃত্বে শনিবারের এই সংবাদ সম্মেলনে দুই প্রধান রাজনৈতিক নেত্রীকে দেশে সঙ্কট এড়াতে সমঝোতার পরামর্শ দেয়া হয়েছে।



উত্তরে কি কোনো মেঘ জমা হচ্ছে?



খবর এখানে

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: তাই বোধদয় চাই
আল্লাহ যেন তাদের রহমত দেন এক সিদ্ধান্তে আসার ।।

২| ১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

জনাব মাহাবুব বলেছেন:
উত্তরে কি কোনো মেঘ জমা হচ্ছে?


তাই তো মনে হচ্ছে :( :( :( :( :(

৩| ১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

নানাভাই বলেছেন: সংবাদ সম্মেলনে এয়ার ভাইস মার্শাল (অব.) ফখরুল আযম বলেন, দেশের সার্বভৌমত্ব আজ বিপন্ন। গভীর সংকটের মুখে পতিত হচ্ছে দেশ।

এ অবস্থায় প্রধানমন্ত্রী তার অবস্থান থেকে সরে না আসলে দেশ নির্ঘাত ধংসের দিকে ধাবিত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ফখরুল আযম বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন- তিনি প্রধানমন্ত্রিত্ব চান না, মানুষের শান্তি চান। তিনি যদি সত্যি বলে থাকেন, তাহলে সেই শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে তিনি সরে গিয়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন।’


দেশ গোল্লায় যাক, ক্ষমতা তার চাই!
প্রধানমন্ত্রী বিনা পয়সায় বিনুদুন দিচ্ছেন।

৪| ১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: মেঘ না..

এই অচলাবস্থা নিরসনে কালবৈশাখী হলেও অবাক হবার নয়!!!

কারণ একজনের স্বেচ্ছাচারী আর স্বৈরাচারী মানসিকতার খেসারত ১৬ কোটি জনতা কেন দেবে????? বলতে পারেন???

৫| ১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

ধূর্ত উঁই বলেছেন: সিদ্ধান্তে না আসলে সেনা বাহিনী ক্ষমতা নিবে সেই আলামত। #:-S

৬| ১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

আমাবর্ষার চাঁদ বলেছেন: কিছু একটা হবে তাহলে...........

৭| ১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৪

নীলআকাশ৩১৭ বলেছেন: দেশের বারটা বাজলেও হাসিনা সরকারের কিছু যায় আসে না, অথচ দেশের ভালো মন্দের দেখবাল করার জন্য জনগন এই সরকারকে দায়িত্ব দিয়েছিলো। আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি, দেশের ব`তমান অচল অবস্থা ৫ মিনিটেই ৯০% সমাধান হয়ে যাবে, যদি শেখ হাসিনা পদত্যাগ করে। শেখ হাসিনার অবস্থা এমন যে " হয়ে যাক দেশ জ্বলে পুড়ে মরে ছাড়খার, তবু আমি মাথা নোয়াবার নই"।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.